রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আইনশৃঙ্খলার অবনতি কেন করব: শুভেন্দু অধিকারী
https://parstoday.ir/bn/news/india-i130576-রোহিঙ্গাদের_আশ্রয়_দিয়ে_আইনশৃঙ্খলার_অবনতি_কেন_করব_শুভেন্দু_অধিকারী
পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই কিন্তু রোহিঙ্গাদের কেন এদেশে আশ্রয় দেব? এরফলে আইনশৃঙ্খলার অবনতি হবে বলে তিনি মন্তব্য করেছেন।  
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
নভেম্বর ১০, ২০২৩ ১৬:২৯ Asia/Dhaka
  • বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী
    বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই কিন্তু রোহিঙ্গাদের কেন এদেশে আশ্রয় দেব? এরফলে আইনশৃঙ্খলার অবনতি হবে বলে তিনি মন্তব্য করেছেন।  

আজ (শুক্রবার) সকালে নন্দীগ্রামের গোকুলনগর করপল্লীতে এক অনুষ্ঠান শেষে রোহিঙ্গা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ওই মন্তব্য করেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা মুসলিমদের ভারতে এনে তাদের জাল আধার কার্ড, পাসপোর্ট ইত্যাদি নথি তৈরি করে দেওয়ার অভিযোগে গত (বুধবার) দশটি রাজ্যে অভিযান চালিয়ে ৪৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা ‘এনআইএ’। ওই অভিযানে ত্রিপুরায় ২১, কর্ণাটকে ১০, অসমে ৫, পশ্চিমবঙ্গে ৩, তামিলনাড়ুতে ২, পুদুচেরিতে ১, তেলেঙ্গানায় ১ এবং হরিয়ানায় ১ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয় বিপুল সংখ্যক ভারতীয় পাসপোর্ট। জাল নথি দিয়ে কীভাবে পাসপোর্ট তৈরি হল, তা নিয়ে সন্দেহ হয় তদন্তকারীদের। দেখা যায়, ত্রিপুরা ও অসমের পর সবচেয়ে বেশি পাসপোর্ট তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ থেকে। ‘এনআইএ’ জানতে পেরেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে  পাসপোর্ট তৈরিতে একাধিক দালাল চক্র সক্রিয়।

রোহিঙ্গা ইস্যুতে মানব পাচার বন্ধে ‘এনআইএ’র অভিযান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আজ (শুক্রবার) পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, ‘এটা দেশের স্বার্থে খুব জরুরি ছিল। আমরা ভারতীয় মুসলিমদের বিরোধী নই, তারা আমাদের ভাই, তারা আমাদের আপনজন। কিন্তু রোহিঙ্গাদের কোনো মুসলিম দেশ নিতে চায় না, আমরা কেন তাদেরকে নিয়ে আমাদের দেশের আইনশৃঙ্খলার অবনতি করব?’

প্রসঙ্গত, গত বুধবার ‘এনআইএ’, ‘বিএসএফ’ এবং রাজ্য পুলিশের সহযোগিতায় বিভিন্ন রাজ্যে মানব পাচারের বিরুদ্ধে একটি বড় অভিযান পরিচালনা করেছে। এই অভিযানের উদ্দেশ্য ছিল ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ এবং ভারতে বসতি স্থাপনের সাথে জড়িত অবৈধ মানব পাচার নেটওয়ার্ক নির্মূল করা।#   

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১০