গীতা দিয়ে বিজেপির রাজনীতি সম্পূর্ণ ব্যর্থ হবে : কুণাল ঘোষ
https://parstoday.ir/bn/news/india-i130896-গীতা_দিয়ে_বিজেপির_রাজনীতি_সম্পূর্ণ_ব্যর্থ_হবে_কুণাল_ঘোষ
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে গীতা দিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন। হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, গীতা দিয়ে বিজেপি যে রাজনীতি করতে চলেছে তা সম্পূর্ণ ব্যর্থ হবে।
(last modified 2025-10-27T13:35:51+00:00 )
নভেম্বর ১৭, ২০২৩ ১৮:৪০ Asia/Dhaka
  • গীতা দিয়ে বিজেপির রাজনীতি সম্পূর্ণ ব্যর্থ হবে : কুণাল ঘোষ

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির বিরুদ্ধে গীতা দিয়ে রাজনীতি করার অভিযোগ করেছেন। হিন্দুত্ববাদী বিজেপিকে টার্গেট করে বলেছেন, গীতা দিয়ে বিজেপি যে রাজনীতি করতে চলেছে তা সম্পূর্ণ ব্যর্থ হবে।

তিনি আজ (শুক্রবার) এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। আগামী ২৪ ডিসেম্বর লক্ষাধিক কণ্ঠে গীতাপাঠের ধর্মীয় অনুষ্ঠান হবে কোলকাতার ব্রিগেড ময়দানে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার সম্ভাবনা রয়েছে। মঠ ও মন্দিরের মহারাজদের নিয়ে আজ (শুক্রবার) দিল্লিতে রওয়ানা হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজকরা। আগামী ২৪ ডিসেম্বর ব্রিগেড ময়দানে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজক ‘অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ’। 

ব্রিগেড ময়দানে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ হতে দেখা যায়। কিন্তু এবার সেই ব্রিগেডেই ‘ধর্মীয় সমাবেশ’ উপলক্ষ্যে জোরালো প্রস্তুতি শুরু হয়েছে। এভাবে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বাংলার গেরুয়া শিবির হিন্দুত্ববাদী আবহ তৈরি করতে চাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন।

এ প্রসঙ্গে আজ তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘গীতা আমিও পড়ি। আমি বিজেপি নই। আমার মতো কোটি মানুষ আছেন নিশ্চিতভাবে গীতার পাঠক বা পাঠিকা। কিন্তু তারা বিজেপি বিরোধী। সুতরাং, গীতা দিয়ে বিজেপি যে রাজনীতি করতে চলেছে সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে। অন্ন-বস্ত্র-বাসস্থান দেওয়ার ক্ষমতা নেই, সেখানে দাঁড়িয়ে নিজেদের জনবিরোধী আর্থিক নীতিগুলো থেকে মুখ ঘোরাতে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে।’

কোলকাতায় গীতা পাঠের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আসার সম্ভাবনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ সারা ভারতের বিজেপি নেতারা এখানে ডেইলি প্যাসেঞ্জারি করেছিলেন, কিন্তু তাতে কী হয়েছে? প্রধানমন্ত্রী আসবেন, এটা বিজেপির ক্ষেত্রে তারা আনবেন, তাদের নেতা, তাদের ব্যাপার হতে পারে, কিন্তু বাংলার মানুষের উপর এর কোনো প্রভাব নেই। বরং, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় নেতারা যত বেশি আসবেন তত বেশি করে মানুষ বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। # 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৭  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।