অসমে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ, তদন্ত শুরু, এক মাসের মধ্যে তৃতীয় ঘটনা
https://parstoday.ir/bn/news/india-i132134-অসমে_সেনা_ছাউনির_কাছে_বিস্ফোরণ_তদন্ত_শুরু_এক_মাসের_মধ্যে_তৃতীয়_ঘটনা
ভারতে বিজেপিশাসিত অসমের জোরহাটে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণের তীব্রতা ছিল কম। ওই ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এটি ছিল এক মাসের মধ্যে সেনা ক্যাম্পের কাছে তৃতীয় বিস্ফোরণের ঘটনা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৮:১২ Asia/Dhaka
  • অসমে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ, তদন্ত শুরু, এক মাসের মধ্যে তৃতীয় ঘটনা

ভারতে বিজেপিশাসিত অসমের জোরহাটে সেনা ছাউনির কাছে বিস্ফোরণ হয়েছে। ওই বিস্ফোরণের তীব্রতা ছিল কম। ওই ঘটনায় জানমালের কোনো ক্ষয়ক্ষতির খবর নেই। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। জানা গেছে, এটি ছিল এক মাসের মধ্যে সেনা ক্যাম্পের কাছে তৃতীয় বিস্ফোরণের ঘটনা।

অসমের জোরহাটের লিচুবাড়ি এলাকায় সেনা ছাউনির গেটের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর জেলা কমিশনার পুলক মহন্ত এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। এলাকায় নিরাপত্তাও বাড়ানো হয়েছে। আশপাশের এলাকায়ও তদন্ত শুরু করেছে পুলিশ। অসমে সক্রিয় জঙ্গিগোষ্ঠী আলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম) বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

এর আগে অসমের তিনসুকিয়া ও শিবসাগরে বিস্ফোরণ হয়েছিল। গত ২২ নভেম্বর, তিনসুকিয়ার ডিরাকের আর্মি ক্যাম্পের কাছে গ্রেনেড বিস্ফোরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছিল। একইভাবে ৯ ডিসেম্বর শিবসাগর জেলায় আধাসামরিক বাহিনী সিআরপিএফ ক্যাম্পের কাছে গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল।

সে সময়ে অসমের ডিজিপি এক বার্তায় বলেছিলেন, অসম পুলিশ, সেনাবাহিনী এবং সিএপিএফ-এর প্রত্যেকটি কর্মী দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় পতাকার নীচে শপথ নেন। আমাদের রাষ্ট্রের উন্নয়নে বাধা সৃষ্টিকারী সন্ত্রাসবাদের অবশিষ্টাংশ নির্মূল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আর এ জন্য আমাদের জীবন বিসর্জন দিতে হলেও আমরা পিছপা হব না। যারা আমাদের রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়ায় ওইসব লোকের বিরুদ্ধে আইনের পূর্ণ শক্তি ব্যবহার করার দৃঢ় সংকল্প থেকে পিছপা হব না।  

প্রসঙ্গত, গত ১ অক্টোবর থেকে অসমের বিজেপি সরকারের অনুমোদনে সে রাজ্যের ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর এবং চরাইদেও জেলায় ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ (আফস্পা)-এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ১৫     

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন