দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণ: নাগরিকদের জন্য ভ্রমণ পরামর্শ জারি
ভারতের রাজধানী দিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের খবরে প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল ভারতে তাদের নাগরিকদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে এবং সন্দেহ প্রকাশ করেছে যে নয়াদিল্লিতে ইসরাইলি দূতাবাসের কাছে বিস্ফোরণটি ‘সন্ত্রাসী হামলা হতে পারে।’
গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দিল্লির চাণক্যপুরীতে ইসরাইলি দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ ঘটে এবং ঘটনাস্থল থেকে ইসরাইলি রাষ্ট্রদূতকে অশালীন ভাষায় সম্বোধন করা একটি চিঠি উদ্ধার করা হয়। কর্মকর্তারা বলেন, ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিস্ফোরণের বিষয়ে ইসরাইলি দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, আমরা নিশ্চিত করতে পারি যে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিট নাগাদ দূতাবাসের কাছে একটি বিস্ফোরণ হয়েছে। দিল্লি পুলিশ ও নিরাপত্তা টিম পরিস্থিতি খতিয়ে দেখছে।
ইসরাইলের জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। ডেপুটি চিফ অফ মিশন (ইসরাইল) ওহাদ নাকাশ কাইনার বলেন, আমাদের সমস্ত কূটনীতিক এবং কর্মী নিরাপদে আছেন। আমাদের নিরাপত্তা টিমগুলো দিল্লির স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার সাথে পূর্ণ সহযোগিতায় কাজ করছে এবং তারা বিষয়টি আরও তদন্ত করবে।
এদিকে, ইসরইলি নাগরিকদের জনাকীর্ণ স্থানে (মল বা মার্কেট) যাওয়া এড়াতে এবং ইহুদি বা ইসরাইলিদের সাথে কোনোভাবেই জড়িত এমন জায়গায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরামর্শের মধ্যে ইসরাইলি প্রতীকগুলো প্রদর্শন করা এড়ানো, বড় আকারের ইভেন্টগুলোতে অংশ নেওয়া এড়ানো, সেইসাথে সফরের তথ্য পোস্ট করা বা সফরের ছবি বা সফরের বিবরণ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করা অন্তর্ভুক্ত রয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তাদের মতে, মঙ্গলবার সন্ধ্যা ৫.৪৭ টায় এ সংক্রান্ত খবর এসেছিল। তিনি বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। তবে ঘটনাস্থল থেকে সন্দেহজনক কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। এদিকে, ওই ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে যায় দিল্লি পুলিশের বিশেষ টিম এবং বম্ব স্কোয়াডের বিশেষজ্ঞরা। ঘটনাস্থলে যায় ডগ স্কোয়াডও। প্রাথমিক ভাবে ঘটনাস্থলে গিয়ে চিরুণি তল্লাশি চালিয়েও এলাকায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছিল দিল্লি পুলিশ। পরে অবশ্য দূতাবাসের পক্ষ থেকে সংবাদ সংস্থাকে বলা হয়, বিস্ফোরণ হয়েছে। আর তা হয়েছে বিকেল ৫টা নাগাদ।
দিল্লি পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দিল্লি পুলিশ মঙ্গলবার সন্ধ্যে ৫ টা ৪৫ মিনিটে দূতাবাসের পিছন দিকে বিস্ফোরণের বিষয়ে একটি কল পায়। ইসরাইলি দূতাবাসের নিরাপত্তারক্ষী জানান, তিনি ১০০ মিটার দূর পর্যন্ত বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওই তথ্যের পর, জেলা কর্মীরা, বিশেষ সেল, দিল্লি ফায়ার সার্ভিস এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ কর্মকর্তারা বলেন, ঘটনাস্থলে বা আশেপাশে আগুন বা বিস্ফোরণের কোনো চিহ্ন মেলেনি।
পুলিশের ঊর্ধ্বতন সূত্রে প্রকাশ- ইসরাইলি রাষ্ট্রদূতকে লেখা একটি চিঠি পেয়েছে পুলিশ। সূত্র জানায়, টাইপ করা ওই চিঠিটি বেশ অপমানজনক। ইংরেজিতে লেখা ওই চিঠি ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ইসরাইলি দূতাবাসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে দেখতে পেয়েছে। সন্দেহ করা হচ্ছে, হুমকিমূলক চিঠি তারাই রেখেছিলেন। পুলিশ সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে এবং কীভাবে সন্দেহভাজন দুই ব্যক্তি সেখানে পৌঁছেছে এবং তারা কোন পথে গেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে। তারা কোন দিক থেকে এসেছে এবং কোন দিকে গেছে, তাদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। তবে তারা কারা, কোথা থেকে এসেছিল এবং কোন দিকে গেছে সে বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।
এদিকে, ইহুদিবাদী ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দূতাবাসের সব কর্মীরা নিরাপদে আছেন এবং তারা তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছেন। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি দূতাবাসের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২১ সালে দিল্লির লুটিয়েন্স জোনসের আওরঙ্গজেব রোডে অবস্থিত ইসরাইলি দূতাবাসের বাইরে একটি বিস্ফোরণ হয়েছিল। ওই ঘটনার তদন্ত করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। কম তীব্রতার ‘আইইডি’ বিস্ফোরণে সে সময়ে কেউ হতাহত হয়নি। তবে আশেপাশে রাখা কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে গিয়েছিল। ভারত ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ২৯তম বার্ষিকীতে ওই ঘটনা ঘটে। ঘটনার পর ইসরাইলি দূতাবাসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। #
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন