বিজেপি আমাদের বৃহত্তম শত্রু: মাওলানা বদরউদ্দিন, গিরিরাজ-এর পাল্টা জবাব
https://parstoday.ir/bn/news/india-i133050-বিজেপি_আমাদের_বৃহত্তম_শত্রু_মাওলানা_বদরউদ্দিন_গিরিরাজ_এর_পাল্টা_জবাব
অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) সভাপতি মাওলানা বদরউদ্দিন আজমল এমপি মুসলিমদের ২০/২৬ জানুয়ারির মধ্যে বাসায় থাকতে বলেছেন। এবং এ সময়ে ট্রেনে সফর না করার পরামর্শ দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৭, ২০২৪ ১১:৩৩ Asia/Dhaka
  • বিজেপি আমাদের বৃহত্তম শত্রু: মাওলানা বদরউদ্দিন, গিরিরাজ-এর পাল্টা জবাব

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) সভাপতি মাওলানা বদরউদ্দিন আজমল এমপি মুসলিমদের ২০/২৬ জানুয়ারির মধ্যে বাসায় থাকতে বলেছেন। এবং এ সময়ে ট্রেনে সফর না করার পরামর্শ দিয়েছেন।

 আগামী ২২ জানুয়ারি উত্তর প্রদেশের অযোধ্যায় ধুমধাম করে বহুলালোচিত রাম মন্দিরের উদ্বোধন হবে। ওই কর্মসূচি প্রসঙ্গে তিনি এ ধরণের সতর্কবার্তা দিয়েছেন বলে জানা গেছে। এদিকে, গতকাল (শনিবার) মাওলানা আজমলের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির ফায়ারব্র্যান্ড নেতা গিরিরাজ সিং।  

মাওলানা বদরউদ্দিন আজমল হিন্দুত্ববাদী বিজেপিকে মুসলিমবিরোধী এবং দ্বীনের শত্রু বলে মন্তব্য করেছেন। তিনি ‘বিজেপি আমাদের সবচেয়ে বড় শত্রু, জীবনের শত্রু, দ্বীনের শত্রু, ঈমানের শত্রু, আজানের শত্রু, মাদ্রাসার শত্রু, মসজিদের শত্রু ইত্যাদি বলে কটাক্ষ করেন।

এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমলের মন্তব্যের পাল্টা জবাবে  কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন,  বিজেপি সকলের সঙ্গে সবাইকে বিশ্বাস করে। আজমল বিজেপিকে ঘৃণা করে, কিন্তু বিজেপি মুসলমানদের ঘৃণা করে না। বদরউদ্দিন আজমল, আসাদউদ্দিন ওয়াইসির মতো মানুষ সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

অন্যদিকে, কংগ্রেসকে টার্গেট করে এআইইউডিএফ প্রধান বলেছেন, কংগ্রেসই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (এনআরসি/জাতীয় নাগরিক পঞ্জি) এবং ডি-ভোটার (সন্দেহজনক ভোটার) পদ্ধতি প্রয়োগ করেছিল। কিন্তু মুসলিমরা প্রায়শই কংগ্রেসের দেওয়া ললিপপকে ভোট দেওয়ার পরে ভুলে যায়। 

মাওলানা বদরউদ্দিন আজমল বলেন, কংগ্রেস সরকার বলেছিল আমরা এটা করব, আমরা এটা দেবো ইত্যাদি। কিন্তু কারা ডিটেনশন ক্যাম্প তৈরি করেছিল? ডি-ভোটার ইস্যু কারা উত্থাপন করেছে? এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) সমস্যা কারা তৈরি করেছে? তিনি অসমের কংগ্রেস নেতৃত্বকে টার্গেট করে বলেন, তরুণ গগৈর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার এ সব করেছে। এর আগে, প্রফুল্ল মহন্তের নেতৃত্বাধীন সরকার এক লাখ ডি-ভোটার তৈরি করেছিল, কিন্তু তরুণ গগৈ-এর নেতৃত্বাধীন কংগ্রেস সরকার এক বছরের মধ্যে পাঁচ লাখ ডি-ভোটার তৈরি করেছিল বলেও মন্তব্য করেন এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপি।    #

এমএএইচ/পার্সটুডে/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।