জানুয়ারি ২৩, ২০২৪ ১৯:৪৩ Asia/Dhaka
  • রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশকে মামলার নির্দেশ দিল হিমন্ত বিশ্বশর্মা

বিজেপিশাসিত অসমে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির বিরুদ্ধে পুলিশকে মামলা করার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় জনতাকে সহিংসতায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই নির্দেশ বলে জানা গেছে। আজ সকালে গুয়াহাটিতে অশান্তির জেরেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন বিজেপি নেতা ও মুখ্যমন্ত্রী হিমন্ত। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আজ কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে এক বার্তায় বলেন, ‘এমন ঘটনা অসমিয়া সংস্কৃতির অংশ নয়। আমরা একটি শান্তিপূর্ণ রাজ্য। এ ধরণের ‘নকশাল কৌশল’ আমাদের সংস্কৃতির পক্ষে  সম্পূর্ণ বিজাতীয়। জনতাকে  উসকানি দেওয়ার জন্য আপনাদের নেতা  রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করতে আমি রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছি। আপনাদের ব্যবহার করা ভিডিয়ো ফুটেজই আপনাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। 

মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, ‘আমাকে মন্দিরে যেতে, কলেজে যেতে বাধা দেওয়া হচ্ছে। এটি ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’কে ভয় দেখানোর কৌশলের অঙ্গ। কিন্তু আমরা ভয় পাই না।’ 

আজ রাজধানী গুয়াহাটিতে সাংবাদ সম্মেলন করার পূর্বঘোষিত কর্মসূচি থাকলেও রাহুল গান্ধীকে অনুমতি  দিতে অস্বীকার করে অসম পুলিশ। কমপক্ষে পাঁচ হাজার কংগ্রেস কর্মী-সমর্থক রাজধানীতে প্রবেশের চেষ্টা করতেই তারা পুলিশের বাধার মুখে পড়েন। এসময়ে তারা রাহুল গান্ধীর সমর্থনে শ্লোগানে সোচ্চার হন। এর  পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাহুলের ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র জমায়েত ছত্রভঙ্গ করতে বলপ্রয়োগ করে পুলিশ। এরফলে আহত হন কংগ্রেসের বেশ কিছু  নেতা-কর্মী।  

রাজ্য প্রশাসনের দাবি, রাজধানীর ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে এই র্যা লির অনুমতি দেওয়া যাবে না।তাদের দাবি- রাজধানীর ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে যানজট এড়াতেই অনুমতি দেওয়া হয়নি প্রশাসনের পক্ষ থেকে ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে নমনি অসমের দিকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু কংগ্রেস কর্মী-সমর্থকদের  অভিযোগ, খুব তুচ্ছ অজুহাতে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা গুয়াহাটিতে ঢুকতে বাধা দিয়েছে অসমের বিজেপি সরকার।  

এদিকে রাহুল গান্ধী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উগ্রহিন্দুত্ববাদী আরএসএস সম্পর্কে বলেছেন, একদিকে নরেন্দ্র মোদী-আরএসএস, অন্যদিকে বিজেপি বিরোধী I.N.D.I.A (ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স)। তিনি আজ (মঙ্গলবার) বিজেপি বিরোধী মতাদর্শ সম্পর্কে কথা বলতে গিয়ে ওই মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইন্ডিয়া’  একটি আদর্শ, একটি চিন্তাধারা। আজ ‘ইন্ডিয়া’র  কাছে কমপক্ষে ৬০ শতাংশ ভোট রয়েছে। তিনি বলেন, নারীদের প্রতি অবিচার এবং যুবকদের বেকারত্বের বিরুদ্ধে আমাদের কাছে সমাধান আছে। আগামী মাসে কংগ্রেস দল এ সমস্ত  বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সামনে তাদের মতামত তুলে ধরবে বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/২৩         

ট্যাগ