জানুয়ারি ২৭, ২০২৪ ১৯:০২ Asia/Dhaka
  • রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় হামলার আশঙ্কা, মমতাকে চিঠি খাড়গের

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় হামলার আশঙ্কা করেছে কংগ্রেস। বর্তমানে পশ্চিমবঙ্গে ন্যায় যাত্রা কর্মসূচি রয়েছে।

ওই ইস্যুতে আজ রাহুল গান্ধীর নিরাপত্তা চেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামীকাল (রোববার) উত্তরবঙ্গে কর্মসূচি রয়েছে রাহুলের। তার আগে আজ জলপাইগুড়িতে রাহুল গান্ধীর ছবি সম্বলিত ফ্লেক্স, পোস্টার ছেঁড়ার ঘটনায় রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে বলেছেন,  'প্রথম ধাপে 'ভারত জোড়ো যাত্রা'য় তেমন উপদ্রব ঘটেনি। কিন্তু প্রতিবেশি রাজ্যে (অসমে) 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'য় দুর্বৃত্তদের কাজকর্মের কথা নিশ্চয়ই শুনেছেন আপনি। রাজনৈতিক মদদে উসকানি জোগাতেই এই ঘটনা ঘটনো হয়। কিন্তু আমরা সেই ফাঁদ এড়াতে সফল হয়েছি।

তিনি বলেন, আগামী কয়েক দিন বাংলা হয়ে এগোবে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'। কিন্তু আমি জানতে পেরেছি, সেখানেও উপদ্রব ঘটানোর পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের ভাবমূর্তি খারাপ করতে, নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, সে ব্যাপারে নিশ্চিত নই আমি। তাই আপনাকে চিঠি লিখছে যে দয়া করে রাহুল গান্ধীসহ যাত্রীয় শামিল লোকজনের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যবস্থা করুন। গান্ধী পরিবারের সঙ্গে আপনার আন্তরিক সম্পর্কের ব্যাপারে অবহিত আমি। এও জানি যে, নিরাপত্তা সংক্রান্ত দিকগুলো আপনি গুরুত্ব দিয়েই দেখবেন বলেও মন্তব্য করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এদিকে, রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার ঘটনায় জলপাইগুঁড়ি জেলার কংগ্রেসের সভাপতি পিনাকি সেনগুপ্ত আজ বলেন, ‘আমরা তীব্র ভাষায় প্রতিবাদ এবং ধিক্কার জানাই। পশ্চিমবঙ্গের কোনো দুর্বৃত্ত, অশুভ শক্তি এগুলোকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ফ্লেক্স ছিঁড়ে, তার ছবি ছিড়ে আমাদেরকে দমানো সম্ভব নয়, রাহুলজীকেও দমানো সম্ভব নয়।’ 

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ, কংগ্রেসের পোস্টার ছেঁড়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন। তিনি কটাক্ষ করে বলেন, যে দল বিধানসভা নির্বাচনে এত হাঁকডাক করে শূন্য পেয়েছিল, যে দল শুধু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, সেই দলের পোস্টার ছেঁড়ার কোনো প্রয়োজন পরে না তৃণমূলের।’ অন্যদিকে, ধুপগুড়ির বিজেপি নেত্রী মিতালি রায় রাহুল গান্ধীর পোস্টার ছেঁড়ার সঙ্গে তার দলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ