আরএসএস ও বিজেপি গোটা দেশে সহিংসতা ছড়াচ্ছে : রাহুল গান্ধী
(last modified Sun, 04 Feb 2024 12:28:52 GMT )
ফেব্রুয়ারি ০৪, ২০২৪ ১৮:২৮ Asia/Dhaka
  • আরএসএস ও বিজেপি গোটা দেশে সহিংসতা ছড়াচ্ছে : রাহুল গান্ধী

আরএসএস এবং বিজেপি গোটা দেশে সহিংসতা ছড়াচ্ছে। এই বিদ্বেষের বাজারে কংগ্রেস ভালোবাসার দোকান খুলেছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।

‘ভারত জোড়া ন্যায় যাত্রা’র দ্বিতীয় পর্বে আজ (রোববার) ঝাড়খণ্ডের ধানবাদে রাহুল গান্ধী ওই মন্তব্য করেন। তিনি বলেন, এবার ভারত জোড়া যাত্রায় ‘ন্যায়’ শব্দটি যুক্ত করা হয়েছে। এর পাঁচটি কারণ রয়েছে। বিজেপি সরকারের অধীনে দেশের অর্থনৈতিক ক্ষতি হয়েছে।  

রাহুল গান্ধী বলেন, দেশের সমস্ত সম্পদ দুই/তিনজন পুঁজিপতির হাতে তুলে দেওয়া হয়েছে। ‘জিএসটি’ (পণ্য ও পরিসেবা কর) এবং নোট বাতিলের কারণে দেশে বেকারত্ব বেড়েছে। প্রধানমন্ত্রী দেশের তরুণদের ভবিষ্যৎ নষ্ট করেছেন। সরকারি খাতকে বেসরকারি হাতে তুলে দিয়ে দলিত ও আদিবাসীদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এখন বোকারোর ইস্পাত কারখানা ব্যক্তিগত হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাবেক কংগ্রেস সরকারের আমলে আদিবাসীদের অধিকার রক্ষার বিষয়ে বলেন, আদিবাসীদের জল, বনভূমি এবং জমি রক্ষা করতে পারে একমাত্র কংগ্রেস। এই কারণেই কংগ্রেস তার শাসনামলে PESA এবং জমি অধিগ্রহণের মতো আইন করেছিল।

রাহুল গান্ধী প্রতিশ্রুতি দিয়েছেন, তাদের সরকার গঠিত হলে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের জন্য ২৪ ঘণ্টা ধরে কাজ করা হবে। রাহুল বলেন- আপনাদের সম্পত্তি দেশের নির্বাচিত পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আগে সরকারি মালিকানাধীন পাবলিক সেক্টর উদ্যোগে কর্মসংস্থান পাওয়া যেত,  কিন্তু সেগুলোকে একে একে বেসরকারিকরণ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে মোদী সরকার ঝাড়খণ্ডের ইস্পাত শিল্পকেও তার পুঁজিবাদী বন্ধুদের হাতে তুলে দেবে বলেও মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি। #

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।   

ট্যাগ