ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১৭:৫০ Asia/Dhaka
  • জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চোধুরী
    জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চোধুরী

জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চোধুরী বহুলালোচিত জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস-বিজেপিকে টার্গেট করেছেন।

আগামী (শুক্রবার) জ্ঞানবাপী মসজিদ ইস্যুতে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার  রাজাবাজার থেকে ধর্মতলা পর্যন্ত রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে মহামিছিল ও রাণী রাসমণি এভিনিউতে ধর্না-অবস্থান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এতে মুসলিমদের সমস্ত জামাতকে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

তিনি আজ (বুধবার) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বলেন, আমরা লক্ষ্য করছি, পৃথিবীর মানুষরা দেখছেন বিজেপি-আরএসএস কোথায় নেমে এসেছে! আমরা বুঝিনা তাদের মধ্যে ভালো মানুষ আছে কী না। নোংরা, হঠকারী, দাঙ্গাবাজদের মতো কাজগুলো তারা করছেন। জ্ঞানবাপী মসজিদের নীচে পুজোপাঠ, উপরে মসজিদ! এটা কোথায় আছে ভারতবর্ষে? পৃথিবীতে কোথায় আছে? ভারতের সংবিধান কী অনুমতি  দিয়েছে, ভারতীয় গণতন্ত্র কী অনুমতি দিয়েছে? সংসদ অনুমতি দিয়েছে? রাষ্ট্রসংঘ অনুমতি দিয়েছে?’

হিন্দুত্ববাদীদের হুঁশিয়ারি দিয়ে মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, আরএসএস-বিজেপি এত নোংরা খেলা খেলছে কেন? তাদের কে ক্ষতি করেছে? যেমন করছেন তারা করুন। এত হঠকারী হয়ে আগুন নিয়ে খেলা ঠিক নয়। ফেরাউন, নমরুদ, সাদ্দাদ, কারুন বহুপ্রতাপশালী ব্যক্তি ছিলেন, কিন্তু তারা কোথায় চলে গেছে। আমরা বলব বিজেপি-আরএসএসের শুভবুদ্ধি হোক। তারা বুঝুন। তারা যদি মনে করেন মুসলিমদের শেষই করে দেবো, তখন কিন্তু ভদ্র চেহারা না হয়ে রাঙা চেহারা, সিংহের মতো গর্জনের চেহারা তারা দেখবেন।’

তিনি আল্লাহ্‌র কাছে প্রার্থনা জানিয়ে বলেন, ভারতবর্ষে আমাদের সমস্ত মসজিদ যেখানে আছে, পশ্চিমবাংলায় আছে তা সুরক্ষিত রাখুন। মসজিদকে সুরক্ষিত করার জন্য আমাদের আর্তনাদ, ভিক্ষা চাচ্ছি আল্লাহ্‌র কাছে, দয়া করে আপনি হেফাজত করুন বলেও মন্তব্য করেন জমিয়তে উলামায়ে হিন্দের পশ্চিমবঙ্গের সভাপতি রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, এ সময়ে ঘুমিয়ে থাকলে চলবে না, প্রতিবাদে শামিল হতে হবে। স্পেনের মুসলিমরা প্রতিবাদ করতে পারেনি। মাদ্রাসা-মসজিদ বা আরও অনেক কিছু গড়েও আরাম আয়েশে জীবনযাপন করেছে। এর কী ফল হয়েছে ৭/৮শো বছর আগে স্পেনে সবাই আপনারা জানেন। মসজিদ রক্ষার জন্য প্রয়োজনে জেল ভরো আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও মন্তব্য করেছেন রাজ্য জমিয়ত প্রধান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর মসজিদের দেওয়ালে দেবদেবীর মূর্তির অস্তিত্বের দাবি করে তা পূজার্চনার অনুমতি চেয়ে যে মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ চত্বরে একটি বেসমেন্টে পুজো-অর্চনার রায় দিয়েছেন বিজেপিশাসিত উত্তর প্রদেশের বারাণসীর জেলা আদালত  আদালত। এরপর মুসলিমরা হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু ইলাহাবাদ হাই কোর্ট জ্ঞানবাপী মসজিদের দক্ষিণের ব্যাস কা তহখানা নামে পরিচিত বেসমেন্টে উপাসনার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়ে জ্ঞানবাপী মসজিদ কমিটির আবেদন গ্রহণ করতে অস্বীকার করেছে। ওই ইস্যুতে মুসলিমদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।#    

পার্সটুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ