ফেব্রুয়ারি ০৭, ২০২৪ ১৯:১৩ Asia/Dhaka
  • উড়িষ্যায় বিজেপি ও বিজেডির বিরুদ্ধে কংগ্রেস একাই লড়াই করছে : রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপি এবং বিজেডি দলের সমালোচনা করেছেন।

তিনি আজ (বুধবার) অভিযোগ করেন, উড়িষ্যায় ‘বিজেপি’ এবং মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বিজু জনতা দল ‘বিজেডি’র মধ্যে যোগসাজশ রয়েছে। তিনি বলেন, কংগ্রেস একাই এই দুই দলের বিরুদ্ধে লড়ছে। রাহুল গান্ধী উড়িষ্যায় ‘ভারত  জোড়ো ন্যায় যাত্রা’ কর্মসূচিতে বলেন,  বিজেপি এবং বিজেডি একই জিনিস। আলাদা কিছু নয়।

তিনি বলেন, বিজেপি এবং আরএসএস দেশে বিদ্বেষ ছড়াচ্ছে। এতে দেশের ক্ষতি হচ্ছে। বিদ্বেষের বাজারে প্রেমের দোকান খুলতে হবে। উড়িষ্যায় নবীন পট্টনায়েক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অংশীদারিত্বের সরকার চলছে। তিনি বলেন, উভয়ে একসাথে কাজ করে। আমি সংসদে দেখেছি বিজেডি’র লোকেরা প্রধানমন্ত্রী মোদীর নির্দেশে আমাদের হয়রানি করে। বিজেপি এবং বিজেডির এই অংশীদারিত্ব নিয়ে কেবলমাত্র কংগ্রেস দল লড়াই করছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী উড়িষ্যার বিজেডি সরকারকে টার্গেট করে বলেন,  রাজ্যের ৩০ লাখ মানুষ জীবিকার সন্ধানে অন্য রাজ্যে বাস্তুচ্যুত হয়েছে, কারণ রাজ্য সরকার তাদের জন্য কাজ করছে না। উড়িষ্যার সবচেয়ে বড় সমস্যা হল বেকারত্ব কারণ শিল্পগুলো ঠিকমতো চলছে না। রাহুল গান্ধীর অভিযোগ-  উড়িষ্যায় আদিবাসীদের একটি বিশাল জনসংখ্যা রয়েছে, কিন্তু সরকার রাজ্যে দলিতদের পাশাপাশি তাদের উপেক্ষা করছে।

কংগ্রেস দলের কৌশলবিদরা মনে করেন যে বিজেডি দীর্ঘদিন ধরে উড়িষ্যায়  ক্ষমতায় রয়েছে। জাতীয় স্তরে বিজেপি প্রকাশ্যে বিজেডিকে সমর্থন বা বিরোধিতা করে না। রাজ্যে বিজেপি এখনও দুর্বল। এমন পরিস্থিতিতে কংগ্রেস মনে করছে, এখানে সমর্থন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বর্তমানে বিজেডির প্রতি ক্ষুব্ধ ভোটারদের কংগ্রেস নিজের পাশে আনতে চায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, উড়িষ্যায় দুই দল এবং তাদের নেতা নবীন পট্টনায়েক এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি অংশীদারিত্বের সরকার চলছে। এ কথা বলে তিনি বিজেডির প্রতি ক্ষুব্ধ ভোটারদের নিজের পাশে আনতে চান বলে মনে করছেন বিশ্লেষকরা। #

পার্সটুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

     

ট্যাগ