ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১৯:০৫ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা
    পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা

সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের কারণে রাজ্যে নিরীহ মানুষজনের মৃত্যু হচ্ছে বলে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।

আজ (মঙ্গলবার) তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মন্ত্রী শশী পাঁজা এ সংক্রান্ত মন্তব্য করেন। গতকাল (সোমবার) চোপড়ায় বিএসএফের ড্রেন সম্প্রসারণের কাজ করার সময় মাটি চাপা পড়ে গুলাম মুস্তাফা (৫), ইউসুফ আলী (৬), মুহাম্মাদ ইসলাম (৬) ও তালেব আলী (১২) নামে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ওই ইস্যুতে বিএসএফ, কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপির সমালোচনায় সোচ্চার হন তৃণমূল নেতা-মন্ত্রীরা। বিএসএফ অবশ্য ওই ঘটনায় তাদের দায় অস্বীকার করেছে।

মন্ত্রী শশী পাঁজা ও মন্ত্রী ব্রাত্য বসু রাজ্যে বিভিন্ন সময়ে বিএসএফের গুলিবর্ষণে নিরীহ মানুষজনের নিহত হওয়াসহ মহিলাদের ওপর শারীরিক নিগ্রহের কথা উল্লেখ করে প্রতিবাদে সোচ্চার হন। শশী পাঁজা বলেন, বিএসএফের অত্যাচারের কোনো জবাব আমরা পাই না। তারা নিশ্চয়ই সীমান্ত রক্ষা করবেন। কিন্তু এরকম হতে পারে না যে, মহিলাদের গায়ে হাত দেওয়া হবে, মহিলাদের নির্যাতন করা হবে। কৃষকরা কীভাবে গরু পাচারকারী হতে পারেন সেই প্রশ্নও তুলেছেন শশী পাঁজা। তিনি বলেন এগুলো অপবাদ দেওয়া হচ্ছে এবং তাদেরকে হত্যা করা হচ্ছে। বিএসএফের ড্রেনের মাটি চাপা পড়ে যে চার শিশুর মৃত্যু হয়েছে তিনি তাকে হত্যা বলে অভিহিত করে বিএসএফের জবাব চেয়েছেন। বিএসএফ গ্রামের মানুষজনকে না জানিয়ে বেআইনিভাবে ড্রেন নির্মাণের চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী শশী পাঁজা।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিএসএফ যে খনন কাজ করছিল সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেয়া হয়নি। আজ সকাল থেকে দোষীদের শাস্তির দাবিতে সংশ্লিষ্ট এলাকায় মৌন মিছিল করে তৃণমূলের পক্ষ থেকে ধর্না-অবস্থান কর্মসূচি চলছে। তিনি রাজ্যপালকে চোপড়ায় যাওয়ার আহ্বান জানিয়েছেন। #       

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ