ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১৩:৩০ Asia/Dhaka
  • নিহত মিম নেতা (ডান থেকে দ্বিতীয়)
    নিহত মিম নেতা (ডান থেকে দ্বিতীয়)

ভারতের বিহার রাজ্যে মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) নেতা আব্দুস সালাম ওরফে আসলাম মুখিয়াকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে।

গতকাল (সোমবার) রাতে মোটরবাইকে থাকা দুর্বৃত্তরা গোপালগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে সাবেক প্রার্থী ও ‘মিম’-এর রাজ্য সম্পাদক আব্দুস সালাম ওরফে আসলাম মুখিয়াকে গুলি করে হত্যা করে। পুলিশ এ পর্যন্ত সন্দেহভাজন চারজনকে আটক করেছে। আগামী ১৬ ফেব্রুয়ারি গোপালগঞ্জে আসছেন ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি এ সময়ে নিহত ‘মিম’ নেতা আবদুস সালামের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

ওয়াইসি বলেছেন, আল্লাহর কাছে তার পরিবারকে ধৈর্য ধারণ করার জন্য প্রার্থনা করছি। গতবছর ডিসেম্বরে আমাদের সিওয়ান জেলা সভাপতি আরিফ জামালকে গুলি করে হত্যা করা হয়েছিল। তিনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে কটাক্ষ করে বলেন, নীতিশ কুমার- চেয়ার (মুখ্যমন্ত্রীত্ব) বাঁচাও খেলার প্রতিযোগিতা থেকে সময় পেলেও কিছু কাজও করুন। কেন শুধু আমাদের নেতাদের টার্গেট করা হচ্ছে? তাদের পরিবার কি সুবিচার পাবে?

‘মিম’-এর রাজ্য যুব সভাপতি ও জাতীয় মুখপাত্র আদিল হাসান মঙ্গলবার বলেন, ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়েছেন। তিনি আগামী ১৬ ফেব্রুয়ারি আসার আশ্বাস দিয়েছেন। জাতীয় মুখপাত্র আদিল হাসান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে টার্গেট করে বলেন, বিহারে কতজন ‘মিম’ নেতাকে হত্যা করা হবে? এর তালিকা মুখ্যমন্ত্রীকে দিতে হবে।

গোপালগঞ্জের এসপি স্বর্ণ প্রভাত বলেন, ব্যক্তিগত শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। খুব শিগগিরি অপরাধীদের গ্রেফতার করে হত্যা মামলার রহস্য উদঘাটন করা হবে। এসপি জানান, হত্যাকাণ্ডকে গুরুত্বের সঙ্গে নিয়ে সদর এসডিপিও প্রাঞ্জলের নেতৃত্বে ‘এসআইটি’ গঠন করা  হয়েছে। ডিআইইউ এবং এসআইটি অপরাধীদের খোঁজে অভিযান চালাচ্ছে। প্রসঙ্গত, ‘মিম’ নেতা আবদুস সালাম ওরফে আসলাম মুখিয়া গোপালগঞ্জ বিধানসভা থেকে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি মাদ্রাসা ইসলামিয়ার সম্পাদক ছিলেন।

এদিকে, ‘মিম’ নেতাকে গুলি করে হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাষ্ট্রীয় জনতা দল বা ‘আরজেডি’।  ‘আরজেডি’ জেলা সভাপতি দিলীপ কুমার সিং ওই হত্যাকাণ্ডের নিন্দা করে বলেছেন, একজন রাজনীতিবিদ ছাড়াও আবদুস সালাম একজন বড়  ব্যবসায়ীও ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা পুলিশের জন্য চ্যালেঞ্জ। ‘আরজেডি’ অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।#     

পার্সটুডে/এমএএইচ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ