অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেও কংগ্রেসের সঙ্গে জোট হবেই: সৌরভ
(last modified Fri, 23 Feb 2024 12:35:21 GMT )
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১৮:৩৫ Asia/Dhaka
  • অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করলেও কংগ্রেসের সঙ্গে জোট হবেই: সৌরভ

ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য দিল্লিতে আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেসের আসন নিয়ে একটি ঐকমত্য হয়েছে। শিগগিরই দুই দলই জোটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

আম আদমি পার্টি’র অভিযোগ- তাদের নেতারা বার্তা পেয়েছেন যে তারা যদি (কংগ্রেস নেতৃত্বাধীন) I.N.D.I.A জোট ত্যাগ না করেন তাহলে দলের আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল সিবিআই থেকে নোটিশ পাবেন এবং তাকে গ্রেফতার করা হবে। ওই ইস্যুতে আজ (শুক্রবার) কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে আম আদমি পার্টি। 

দিল্লি সরকারের মন্ত্রী এবং ‘আপ’ নেতা সৌরভ ভরদ্বাজের দাবি- বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (I.N.D.I.A) জোটের বৈঠক চলছে, খবর আসতে শুরু করেছে কোন দল কোন রাজ্যে কতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর ‘ইডি’র (কেন্দ্রীয় তদন্ত সংস্থা) সপ্তম নোটিশ আসে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে। তিনি বলেন, আমরা বিশ্বস্ত লোকদের কাছ থেকে তথ্য পেয়েছি যে শুধু ‘ইডি’ নয় ‘সিবিআই’ও  কেজরিওয়ালকে গ্রেফতার করতে পদক্ষেপ নিতে চলেছে। সৌরভ ভরদ্বাজ বলেন, ‘আগামী ২/৩ দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে। ইডি’র মামলা আদালতে আটকে আছে, তাই সিবিআইকে গ্রেফতার করতে বলা হয়েছে। কংগ্রেসের সঙ্গে জোট গড়লেই কেজরিওয়ালকে গ্রেফতার করা হবে।  বিজেপিকে টার্গেট করে তিনি বলেন, দেশকে বাঁচাতে হলে দেশের ছোট দলগুলোকে স্বার্থ বিসর্জন দিয়ে জোট করতে হবে। আপনারা যদি কেজরিওয়ালজীকে গ্রেফতার করতে চান, করুন, তবে এই জোট হতে চলেছে এবং এটি বন্ধ হবে না বলেও মন্তব্য করেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ।  

আম আদমি পার্টির নেত্রী অতীশি বলেছেন, বিজেপি এখন বুঝতে পেরেছে যে তারা ‘ইডি’র মাধ্যমে গ্রেফতার করতে পারে না। সেই কারণেই তারা সিবিআইকে লাগিয়ে দিয়েছে। তারা ৪১-এ এর অধীনে গ্রেফতারের পরিকল্পনা করেছে বলেও অভিযোগ অতীশির। 

প্রসঙ্গত, দিল্লিতে আবগারি দুর্নীতির অভিযোগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সপ্তম সমন জারি করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি দিল্লির মুখ্যমন্ত্রীকে ২৬ ফেব্রুয়ারি হাজির হতে বলেছে। নোটিশের বিষয়ে আম আদমি পার্টি জানিয়েছে, কেজরিওয়ালকে একটি বেআইনি নোটিশ পাঠানো হয়েছে। আপের প্রশ্ন- কীসের ভিত্তিতে এই সমন পাঠানো হয়েছে? ইডি নিজেরাই যখন এই বিষয়ে আদালতে গেছে তখন কেন অপেক্ষা করা যাচ্ছে না বলেও মন্তব্য করেছে আম আদমি পার্টি। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন     

ট্যাগ