আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক : রাহুল গান্ধী
(last modified Wed, 06 Mar 2024 12:48:50 GMT )
মার্চ ০৬, ২০২৪ ১৮:৪৮ Asia/Dhaka
  • আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক : রাহুল গান্ধী

আদিবাসীরাই ভারতের প্রকৃত মালিক। এটা বুঝেই কংগ্রেস ট্রাইবাল বিল, পেসা অ্যাক্ট এবং জমি অধিগ্রহণ বিল পাশ করেছিল বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি।

তিনি আজ (বুধবার) বিজেপিশাসিত মধ্য প্রদেশে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। আদিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের জমি আপনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, কারণ আমরা আপনাদেরকে 'আদিবাসী’   মনে করি। আদিবাসীদের উপর বিজেপি নেতাদের দুর্ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করতে তিনি বলেন, কিছুক্ষণ আগে আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে একজন বিজেপি নেতা এক আদিবাসী যুবকের গায়ে প্রস্রাব করছেন! এটাই হল বিজেপির মতাদর্শ। এ ধরণের ঘটনা শুধু আদিবাসীদের সঙ্গেই নয়, এসসি-এসটি এবং দরিদ্রদের সঙ্গেও ঘটছে।

রাহুল গান্ধী বলেন, বিজেপি আদিবাসীদের ‘বনবাসী’ বলে। কিন্তু আদিবাসীরাই বনভূমির প্রথম মালিক। বিজেপি এটা জানে, কিন্তু তারা এটা চায় না। বিজেপি যদি আদিবাসীদের ‘আদিবাসী’ বলে মনে করে, তাহলে তাদের জল, বনভূমি এবং জমির অধিকার দিতে হবে। কিন্তু বিজেপি তা চায় না।

তিনি বলেন, মধ্য প্রদেশে আদিবাসীদের জনসংখ্যা ২৪ শতাংশ, যেখানে দেশে এই সংখ্যা ৮ শতাংশ। কিন্তু দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর তালিকা বের করলে আদিবাসী সম্প্রদায়ের কাউকে কোনো কোম্পানির মালিক হিসেবে পাওয়া যাবে না। ২০০ মালিকের মধ্যে একজন আদিবাসীর নামও খুঁজে পাওয়া যাবে না। মিডিয়া কোম্পানিগুলোর মালিকদের তালিকাতেও কোনো আদিবাসীর নাম খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এমপি।

‘কংগ্রেসের প্রতি জনগণের ভালবাসা ও সমর্থনই প্রমাণ যে বিজেপি সরকারের অন্যায় ও অত্যাচারে মানুষ বিরক্ত। অন্যায়ের বিরুদ্ধে চলমান যুদ্ধে কংগ্রেস দৃঢ়ভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে। এবার সুবিচার পাওয়া যাবে’ বলে দলটির পক্ষ থেকে বলা হয়েছে।# 

      

পার্সটুডে/এমএএইচ/০৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।