মার্চ ১৭, ২০২৪ ১৯:৪০ Asia/Dhaka
  • কুণাল ঘোষ
    কুণাল ঘোষ

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না বলে কটাক্ষ করেছেন রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ আজ নির্বাচনকে কেন্দ্র করে  সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে কটাক্ষ করেন। তিনি বলেন, সিপিএমের দম নেই আলাদা লড়ার। বামফ্রন্ট এই নাকি ৩৪ বছর রাজত্ব করেছিল। বামফ্রন্ট নাকি ঘুরে দাঁড়াচ্ছে, ইনসাফ যাত্রা করেছে। কিন্তু কোথায়? রাজ্যে ৪২ টা লোকসভা আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই, যোগ্যতা নেই।'

কুণাল ঘোষ বলেন, 'শ্রেণিশত্রু বলে পরিচিত কংগ্রেস, তাদের সঙ্গে হাত মিলিয়ে সিপিএমকে লড়তে হচ্ছে! সিপিএমের রাজ্য সম্পাদক মুখে বড় বড় কথা বলেন, কিন্তু প্রার্থী দিয়ে ভোটে লড়ার ক্ষমতা নেই। ৪২টা আসনে লড়লে ৪২টা আসনেই তাদের জামানত জব্দ হবে। ফলে একটা নীতিহীন সুবিধাবাদী জোট হচ্ছে। এক্ষেত্রে তৃণমূল একা লড়াই করছে। কারণ, তৃণমূল একা লড়াই করে বিজেপিকে পরাজিত করেছে।’

কুণাল ঘোষ বলেন, তৃণমূলের দীর্ঘদিনের লড়াই ছিল সিপিএমের বিরুদ্ধে। সেই লড়াই অব্যাহত রয়েছে। সিপিএমের কোনো নীতি নেই, তাদের সংগঠন নেই, জনসমর্থন নেই। সামাজিক গণমাধ্যমে টিকে আছে সিপিএম। পরিস্থিতি বলে দিচ্ছে, রাজ্যে তৃণমূল কংগ্রেস কমপক্ষে ৩০/৩৫টা আসনে জয়ী হতে চলেছে। বিজেপির মধ্যে গোষ্ঠীবাজি চলছে। বিরোধীরা প্রার্থী খুঁজে পাচ্ছে না, তারা প্রস্তুত নয়। পরিবারবাদ, দুর্নীতি ইত্যাদি বিজেপির প্রার্থী তালিকায় প্রতিফলিত বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।#       

 

 

পার্সটুডে/এমএএইচ/এমএআর/১৭       

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন 

ট্যাগ