মার্চ ১৯, ২০২৪ ১৯:০৮ Asia/Dhaka
  • ‘অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন ও অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে’

ভারত সরকার অরুণাচল প্রদেশ সম্পর্কে চীনের সাম্প্রতিক বিবৃতি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে এটিকে অযৌক্তিক বলে অভিহিত করেছে। আজ (মঙ্গলবার) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। অরুণাচলের মানুষের জন্য ভারত সরকারের উন্নয়ন প্রকল্পের সুবিধা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, সোমবার চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) অরুণাচল প্রদেশকে চীনা ভূখণ্ডের অংশ বলে অভিহিত করেছিল। আজ তার কড়া জবাব দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অরুণাচল প্রদেশ সফরে আপত্তি  জানিয়েছিল চীন। ভারত সেই আপত্তিকে প্রত্যাখ্যান করেছে। এর পর, চীনা সেনাবাহিনী রাজ্যটির উপর তাদের দাবি পুনর্ব্যক্ত করেছে এবং এটিকে চীনের ভূখণ্ডের একটি স্বাভাবিক অংশ হিসেবে বর্ণনা করেছিল। এবার চীনকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয়  পররাষ্ট্র মন্ত্রণালয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয়য় পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের দাবি সম্পূর্ণ অযৌক্তিক। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘অরুণাচল প্রদেশ নিয়ে চীন ক্রমাগত যুক্তিহীন কথাবার্তা বলে চলেছে। আমরা চীনা সামরিক বিভাগের সাম্প্রতিক মন্তব্যগুলো নজরে রেখেছি।’ তিনি বলেন, এ বিষয়ে বারবার ভিত্তিহীন যুক্তি উপস্থাপন এ ধরনের দাবির কোনো বৈধতা দেয় না। চীন বারবার বললে বাস্তবে কোনো পরিবর্তন হবে না। অরুণাচল প্রদেশ ভারতের অভিন্ন এবং অবিচ্ছেদ্য অংশ ছিল আছে এবং থাকবে।   

সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জ্যেষ্ঠ কর্নেল ঝাং জিয়াওগাংকে উদ্ধৃত করে জানায় জিজাংয়ের দক্ষিণ অংশ (তিব্বতের চীনা নাম) চীনের ভূখণ্ডের অন্তর্নিহিত অংশ। চীন কখনই ভারত কর্তৃক প্রতিষ্ঠিত তথাকথিত অরুণাচল প্রদেশকে মেনে নেয় না এবং এর তীব্র বিরোধিতা করে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৯ মার্চ অরুণাচল সফরে গিয়ে চীন সীমান্তবর্তী সেলা গিরিপথের ১৩ হাজার ফুট উচ্চতার দ্বিতীয় সুড়ঙ্গ উদ্বোধন করেন। তার পরেই উত্তর-পূর্ব ভারতের ওই রাজ্য ঘিরে তৎপর হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সরকার। এর আগে চীনা পররাষ্ট্র দফতর দাবি করেছিল, জাংনান (অরুণাচল প্রদেশের চীনা নাম) চীনের ভূখণ্ডের অংশ। এ বার সেই বিতর্কে ঢুকে পড়ল চীনা বাহিনীও।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/১৯ 

ট্যাগ