মার্চ ২৫, ২০২৪ ১৩:২০ Asia/Dhaka
  • মমতার গ্যারান্টিই তৃণমূলের অস্ত্র

ভারতের পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনের প্রার্থীতা, দল বদল এবং প্রচার বেশ জমে উঠেছে। রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের প্রাসঙ্গিকতাকেই প্রচারের কেন্দ্রে রাখছে। মুখ্যমন্ত্রীর ‘গ্যারান্টি’র রাজনীতিকে আসন্ন লোকসভা নির্বাচনে আগাগোড়া সামনে রাখবে তার দল তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসে বলেছে, গোট এপ্রিল জুড়ে ‘মমতার গ্যারান্টি’র অন্তত ৩০টি পর্বকে সামনে রেখে প্রচার চালাবেন রাজ্যের মন্ত্রী, সংসদ সদস্য এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া যাবতীয় গ্যারান্টি যে অন্তঃসারশূন্য, তার ব্যাখ্যাও বিজেপি-বিরোধী প্রচারে আনার কৌশল নিয়েছে তারা।

নরেন্দ্র মোদী-মমতা বন্দোপাধ্যায়

তবে এ বার নির্বাচনে এই গ্যারান্টির রাজনীতি মূলত আমদানি করেছেন খোদ নরেন্দ্র মোদীগত কয়েক মাস ধরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং লক্ষ্যপূরণকে তিনি নিজের নামের সঙ্গে সংযুক্ত করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে মোদীর গ্যারান্টি বলে প্রচার করেছেন।

তৃণমূল কংগ্রেস প্রচারে ঠিক এই বিষয়টিকেই টার্গেট করতে চাইছেগত ১০ তারিখে জনগর্জন সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিদির গ্যারান্টির প্রসঙ্গটি তুলেছিলেন। জনতাকে প্রশ্ন করেছিলেন, তাঁরা কার গ্যারান্টি বিশ্বাস করেন, দিদি না মোদী? রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূলের রাজনীতিতে এই গ্যারান্টির প্রচার এক নতুন অস্ত্র, যা ২০২৪ লোকসভা ভোটে দল মূল থিম করতে চাইছে।

এদিকে, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে দিদির গ্যারান্টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কীভাবে গ্যারান্টি দিচ্ছে? তাদের নিজেদেরই ওয়ারেন্টি শেষ হয়ে গিয়েছেবর্তমান পরিস্থিতিতে লোকসভা ভোটের পরে ২০২৬ সালের আগেই বাংলার এই সরকারই ভেঙে যাবে। এভাবে আগামী লোকসভা নির্বাচন নিয়ে পাল্টাপাল্টি কৌশল ও প্রচার চলছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ