মার্চ ৩১, ২০২৪ ১৫:১৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল কংগ্রেস: মমতা বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপধ্যায় বলেছেন, বাংলায় বিজেপির বিরুদ্ধে একাই লড়াই করবে তার দল। এখানে কোনো জোট হয়নি। সিপিএম এবং কংগ্রেস ইন্ডিয়া জোটের নামে ভোটের কথা বললেও আসলে তারা বিজেপির সহযোগী। ফলে তাদের বিরুদ্ধে একাই লড়বে তৃণমূল কংগ্রেস।

আজ (রোববার) কৃষ্ণনগরে নির্বাচনী জনসভায় মমতা এসব কথা বলেন। তবে ইন্ডিয়া জোটের সঙ্গেও তৃণমূলের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়নি বলেও জানান তৃণমূল সুপ্রিমো।

তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র-বিজেপি প্রার্থী অমৃতা রায়

কৃষ্ণনগরের তৃণমূলের প্রার্থী মহুয়া মৈত্রর (Mahua Moitra) সমর্থনে সভায় তৃণমূল নেত্রী বিজেপির মুখোশ উন্মোচন করতে তার দলের প্রার্থী মহুয়াকে জেতানোর আহ্বান জানান। তিনি বলেন,  CAA  এবং NRC কে যদি না করতে চান,  লক্ষ্মীর ভাণ্ডার পেতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন।”

একইসঙ্গে বিজেপি প্রার্থী ‘রাজমাতা’ অমৃতা রায়ের পারিবারিক ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রীক নরেন্দ্র মোদীকেও খোঁচা দিলেন মমতা বন্দোপাধ্যায়।  

পার্সটুডে/জিএআর/৩১

ট্যাগ