শিশুদের ভবিষ্যৎকে খাদের কিনারে দাঁড় করিয়েছে তৃণমূল সরকার: মোদীর অভিযোগ
(last modified Fri, 03 May 2024 13:43:26 GMT )
মে ০৩, ২০২৪ ১৯:৪৩ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদী
    নরেন্দ্র মোদী

শিক্ষক দুর্নীতি ইস্যুতে কাশ্মীরের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "কয়লা, গরু, রেশনের মতো শিক্ষা ক্ষেত্রেও কোটি কোটি টাকার দুর্নীতি করে রাজ্যের শিশুদের ভবিষ্যৎকে খাদের কিনারে দাঁড় করিয়ে দিয়েছে তৃণমূল সরকার।"  

আজ (শুক্রবার) আমোদপুরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, “একটা সময়ে কাশ্মীরের জায়গায় জায়গায় স্কুল পুড়িয়ে দিচ্ছিল জঙ্গিরা। সেই সময় কাশ্মীরের কিছু রাজনৈতিক নেতার পাশাপাশি গ্রামবাসীদের দিল্লিতে আমার বাসভবনে ডেকেছিলাম। তাঁদের কাছে অনুরোধ জানাই, আপনারা আমায় কথা দিন আর কোনও স্কুল যেন ওখানে না পোড়াতে পারে জঙ্গিরা। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাদের। কারণ, স্কুল পোড়ার অর্থ শিশুদের ভবিষ্যৎ নষ্ট হওয়া। তাঁরা কথা রেখেছিলেন। আর কোনও স্কুল সেখানে পোড়েনি।"

সেই কথার রেশ ধরেই তৃণমূলকে তোপ দেগে মোদি বলেন, “কাশ্মীরের মানুষ শিক্ষা প্রতিষ্ঠান বাঁচাতে পারলেও বাংলায় তৃণমূল শিক্ষক নিয়োগে দুর্নীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে খেলা করেছে। যারা আপনাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলছে তাদের আপনারা ক্ষমা করবেন না।”

প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের দুর্নীতির জন্য ২৫ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে। এদের মধ্যে অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন। তাঁদের পাশে দাঁড়াবে বিজেপি। তাঁদের আইনি সাহায্য দেওয়া হবে।”

মমতা বন্দ্যোপাধ্যায়

এদিকে, পূর্ব বর্ধমানের রায়নার নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ অভিযোগ করে বলেছেন, “সিপিএম-বিজেপি একসাথে দাঁড়িয়ে ২৬ হাজার শিক্ষকদের চাকরি খেয়েছে। আমরা ইতিমধ্যে আদালতে মামলা লড়ছি। শিক্ষা দপ্তর, রাজ্য সরকার আইনজীবী দিয়েছে। আমরা শিক্ষক-শিক্ষিকাদের চাকরি খেতে দেব না। জীবন দিয়ে লড়াই করব। আমি প্রথম দিন থেকেই আপনাদের বলেছি।”

পার্সটুডে/আশরাফুর রহমান/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।