দিল্লিতে ভয়াবহ বায়ু দূষণ: ১৮০০ বিদ্যালয় বন্ধ
(last modified Sat, 05 Nov 2016 11:34:35 GMT )
নভেম্বর ০৫, ২০১৬ ১৭:৩৪ Asia/Dhaka
  • বায়ূদূষণের কারণে দিল্লির ১৮০০ স্কুল বন্ধ ঘোষণা
    বায়ূদূষণের কারণে দিল্লির ১৮০০ স্কুল বন্ধ ঘোষণা

ভারতের নয়াদিল্লিতে ভয়াবহ দূষণের হাত থেকে শিশুদের বাঁচাতে আজ(শনিবার) এক দিনের জন্য কমপক্ষে ১৮০০ প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে আগামী সোমবার থেকে পুনরায় বিদ্যালয়য়ের কাজ স্বাভাবিক হবে। ভারতে রোববার এমনিতেই সমস্ত প্রতিষ্ঠান বন্ধ থাকে।

গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বিপজ্জনক কুয়াশায় ঢেকে গেছে রাজধানী দিল্লি। গত সপ্তাহের শেষে দিওয়ালি উৎসবের পর থেকে দিল্লি ঘন ধোঁয়াশাচ্ছন্ন এবং কুয়াশায় আবৃত হয়ে থাকায় দিল্লি পুরনিগম দ্বারা পরিচালিত স্কুলের প্রায় ৯ লাখ শিশুকে এর ক্ষতিকর  প্রভাব থেকে রক্ষা করতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

দূষণের মাত্রা মনিটর করা এজেন্সির তথ্যে প্রকাশ, দিল্লির বাতাসে পার্টিকুলেট ম্যাটার বা পিএম’র পরিমাণ ১০। যা স্বাভাবিকের তুলনায় ৪ গুণ বেশি। বাতাসে পিএম’র পরিমাণ থাকে সাধারণত ২.৫। বাতাসে ঘন দূষিত পদার্থ ভেসে বেড়ানোর ফলে অনেকেরই মারাত্মক শ্বাসকষ্টের শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে রাজধানী নয়াদিল্লির বাতাসের গুণমান ধারাবাহিকভাবে খারাপ হয়ে চলেছে। দ্রুত নগরায়ন, ডিজেল ইঞ্জিন, কয়লা চালিত তাপ বিদ্যুৎ ইউনিট, কারখানা থেকে নির্গত ধোঁয়ার ফলেই বাতাসে দূষণের মাত্রা বেড়ে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। জমিতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো এবং কাঠ বা কয়লার চুলা থেকে  নির্গত ধোঁয়াও দূষণের অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।  

কিন্তু দিল্লিতে ধোঁয়াশা এবং কুয়াশার প্রবণতা গত রোববার রাতে দিওয়ালি উৎসব থেকে শুরু হয়েছে, যখন লাখ লাখ পটকা, আতসবাজির ধোঁয়ায় গোটা শহর আচ্ছাদিত হয়ে পড়ে। গতকাল শুক্রবার পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাকা প্রতিবেশী রাজ্যের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠকে দূষণ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৫   

 

ট্যাগ