ভারতে বন্যা ও ভূমিধ্বসে ৮৩ জনের প্রাণহানি, শরণার্থী ২০ লাখ
(last modified Fri, 14 Jul 2017 14:28:22 GMT )
জুলাই ১৪, ২০১৭ ২০:২৮ Asia/Dhaka
  • ভারতে বন্যা ও ভূমিধ্বসে ৮৩ জনের প্রাণহানি, শরণার্থী ২০ লাখ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধ্বসে অন্তত ৮৩ জনের প্রাণহানি ঘটেছে এবং শরণার্থী হয়ে পড়েছে বিশ লাখ মানুষ।

অসম, অরুণাচল, নাগাল্যান্ড ও মনিপুরে এইসব বিপর্যয় ঘটেছে। 

অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, বন্যা এই রাজ্যে সবচেয়ে বেশি আঘাত হেনেছে এবং এখানে এ পর্যন্ত এই প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে ৫৩ ব্যক্তি। ত্রাণ ও উদ্ধার তৎপরতাও জোর গতিতে চলছে বলে তিনি জানান। 

অসমের অনেক বন্য প্রাণী ও জন্তুও এ বন্যার কারণে প্রাণ হারিয়েছে বলে সেখানকার বনমন্ত্রী প্রমীলা রানি জানিয়েছেন।

ব্রক্ষ্মপুত্র নদের পানি বেড়ে যাওয়ায় এ অঞ্চলের কাজিরাঙ্গা অভয়ারণ্য থেকে অনেক বুনো প্রাণী ও জন্তু পালিয়ে গেছে।    #

পার্সটুডে/মু.আ.হুসাইন/১৪
 

ট্যাগ