আকস্মিক বন্যায় আফগানিস্তানে নিহত ৩৫
(last modified Sat, 30 Mar 2019 14:31:36 GMT )
মার্চ ৩০, ২০১৯ ২০:৩১ Asia/Dhaka
  • আকস্মিক বন্যায় আফগানিস্তানে নিহত ৩৫

প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় আফগানিস্তানে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং দুর্গম গ্রামগুলোতে চলাচল বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।

গতকাল প্রবল বৃষ্টি থেকে বন্যা দেখা দেয় এবং উত্তরাঞ্চলীয় হেরাত প্রদেশে মারা যায় ১২ জন এবং পশ্চিমাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে মারা গেছে ১০ জন। এছাড়া, পশ্চিমের বাগদিস প্রদেশে আটজন ও বালখ প্রদেশে পাঁচজন মারা গেছে বলে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হাশমত বাহাদুরি এসব তথ্য নিশ্চিত করেছেন।   

বন্যায় অন্তত ৩,০০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলেও তিনি জানান। ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। হেরাত প্রদেশের অন্তত ১২টি এলাকায় মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক রেড ক্রিসেন্টের পরিচালক মির গুলবুদ্দিন। ফারিয়াব ও বালখ প্রদেশের বহু জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হিমশিম খাচ্ছেন ত্রাণকর্মীরা।#

পার্সটুডে/এসআইবি/এআর/৩০ 

 

ট্যাগ