ডিসেম্বর ০৩, ২০১৯ ১৯:১৩ Asia/Dhaka
  • আপ এমপি\\\'দের বিক্ষোভ
    আপ এমপি\\\'দের বিক্ষোভ

ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে আম আদমি পার্টি’র (আপ) এমপি’রা দিল্লিতে বিক্ষোভ প্রদর্শন করেছেন। আজ (মঙ্গলবার) আপ এমপি’রা সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে পেঁয়াজের মালা পরে পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

আম আদলি পার্টির নেতা ও সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং ও সুশীল গুপ্তা দেশে পেঁয়াজের ক্রমবর্ধমান দামের জন্য উপভোক্তা, খাদ্য ও গণবন্টন বিষয়ক মন্ত্রীকে দায়ী করে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন।

আপ নেতারা এ সময় বলেন, ‘পেঁয়াজ কেন এত ভয়ঙ্কর হয়ে উঠছে এবং ভোক্তাদের কেন বেশি দাম দিতে হচ্ছে? সঞ্জয় সিং বলেন, এরমধ্যে কোনও দুর্নীতি আছে বলে মনে হচ্ছে। আমরা সংসদেও এই বিষয়টি উত্থাপন করব। ৩২ হাজার টন পেঁয়াজ পচে গিয়েছে কিন্তু কেন্দ্রীয় সরকার পদক্ষেপ গ্রহণ করেনি কেন?’

অন্যদিকে, আজ লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীও পেঁয়াজের দাম বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সোচ্চার হন। এসময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তাঁর নিজের স্লোগান ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ তাঁর বিরুদ্ধে ব্যবহার করেন।

অধীর চৌধুরী স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘স্যার বাজারে আগুন লেগে গেছে, সমস্ত জিনিষের দাম বাড়ছে। ভারত সরকার যে পেঁয়াজ আমদানি করছে বাজারে তা ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে! আমাদের প্রধানমন্ত্রী বলে থাকেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। এসময় বিজেপি এমপি’রা একযোগে উঠে দাঁড়িয়ে তীব্র গোলযোগ শুরু করেন। তাঁদের দাবি ছিল অধীর চৌধুরী প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আগে যে বিতর্কিত বিবৃতি দিয়েছেন সে সম্পর্কে ক্ষমা চাইতে হবে। তারপরেই তাঁকে সংসদে কথা বলতে দেওয়া উচিত।

অধীর চৌধুরী

সম্প্রতি অধীর বাবু গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ‘অনুপ্রবেশকারী’ বলে অভিহিত করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। সংসদে আজ ওই ইস্যুতে বিজেপি এমপি’রা তীব্র গোলযোগ ও হট্টগোল শুরু করায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।   

কংগ্রেস নেতা অধীর চৌধুরী অবশ্য এসবে কান না দিয়ে পেঁয়াজের মূল্য বৃদ্ধিতে সরকারকে চেপে ধরে বলেন, ‘সাধারণ মানুষ এক কেজি পেঁয়াজ ১৩০/১৪০ টাকা দরে কিনতে বাধ্য হচ্ছেন। কিন্তু পেঁয়াজ উৎপন্ন করা কৃষকরা পয়সা পাচ্ছেন না। এক কেজি পেঁয়াজ বিক্রি করে কৃষকরা মাত্র ৮/৯ টাকা উপার্জন করেন। সরকার বাইরের দেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। কিন্তু বাজারে আগুন ধরে গেছে। এটা একটা জ্বলন্ত সমস্যা। আমাদের প্রধানমন্ত্রী বলে থাকেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। আমি এটা বলতে চাই না যে প্রধানমন্ত্রী কিছু খাচ্ছেন। কিন্তু এটা অবশ্যই বলব যে ফড়ে/দালালরা সব খেয়ে ফেলছেন। ভারতের সাধারণ মানুষের পকেট খালি হয়ে গেছে। কিন্তু এই সরকার এখন তালি বাজাচ্ছে! আমরা কী করব? সবজিসহ বিভিন্ন জিনিষের দাম দৈনিক বেড়েই চলেছে। কিন্তু এই সরকার কোনও কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না। এই সরকার সাধারণ মানুষের সঙ্গে অবিচার করছেন।’ সরকার সব বিষয়ে নিশ্চুপ হয়ে থাকছে বলেও অধীর চৌধুরী মন্তব্য করেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ