আরএসএস ক্যাডাররা পাকিস্তানি সন্ত্রাসীদের মতো প্রশিক্ষণ পায়: সৌরভ চক্রবর্তী
(last modified Sat, 08 Feb 2020 14:07:39 GMT )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ২০:০৭ Asia/Dhaka
  • আরএসএস ক্যাডাররা পাকিস্তানি সন্ত্রাসীদের মতো প্রশিক্ষণ পায়: সৌরভ চক্রবর্তী

ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেছেন, আরএসএস ক্যাডাররা পাকিস্তানি জঙ্গিদের মতো প্রশিক্ষণ পায়। আজ (শনিবার) সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) বিরোধী দলীয় সভায় বক্তব্য রাখার সময় তিনি ওই মন্তব্য করেন।

বিধায়ক সৌরভ চক্রবর্তী বলেন, আরএসএস ওয়ার্ডে-ওয়ার্ডে গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। পাকিস্তানি জঙ্গিদের যে কায়দায় প্রশিক্ষণ দেওয়া হয়, সেইভাবেই আরএসএসের কর্মীরা ট্রেনিং পায়। তিনি আরও বলেন, এরা ঘরে ঘরে গিয়ে বিভেদনীতি ছড়িয়ে দিচ্ছে, দাঙ্গা বাঁধাচ্ছে।

বেশ কিছুদিন ধরেই আলিপুরদুয়ার জেলা জুড়ে সিএএ, এনআরসি বিরোধী আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসকদল তৃণমূল। ওই ইস্যুতে আজ (শনিবার) আলিপুরদুয়ারে ছিল তৃণমূলের অবস্থান-বিক্ষোভ। সেই মঞ্চ থেকেই উগ্র হিন্দুত্ববাদী আরএসএস ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী। 

তিনি বলেন, আরএসএস হল বিজেপির মুখ। ওদের জঙ্গি কার্যকলাপ দেখতে পাচ্ছি। পার্টি অফিস ভেঙে দিচ্ছে। খুন করে দিচ্ছে। ওঁরা মানুষের ভালো করার জন্য আসেনি।

রাজ্যের শাসক দল তৃণমূলের বিধায়ক সৌরভ চক্রবর্তী এভাবে আরএসএস-বিজেপির কঠোর সমালোচনাসহ সরাসরি পাকিস্তানি সন্ত্রাসীদের সঙ্গে তুলনা করায় আলিপুরদুয়ারে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘাতের আবহ সৃষ্টি হয়েছে।

গেরুয়া শিবির পাল্টা আক্রমণের পথে হেঁটে শাসকদল তৃণমূলের ওই বিধায়কের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে। আলিপুরদুয়ারের বিজেপির জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, 'আইনি নোটিশ পাঠাব। ওনাকে প্রমাণ করতে হবে আরএসএস স্ময়ংসেবকদের জঙ্গিদের মতো প্রশিক্ষণ দিচ্ছে। তৃণমূল বিধায়ক সৌরভ চক্রবর্তী অবশ্য ওই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতে চাচ্ছেন না।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ