বিরিয়ানি খাইয়ে অশিক্ষিত মানুষজনকে রাস্তায় বসানো হয়েছে: দিলীপ ঘোষ
(last modified Sun, 16 Feb 2020 06:59:05 GMT )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১২:৫৯ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
    পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘কিছু অশিক্ষিত, অসচেতন গরিব মানুষকে রাস্তায় বসিয়ে রাখা হয়েছে। প্রতিদিন টাকা দেওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়ানো হচ্ছে, তাও বিদেশি পয়সায়। দেখানোর চেষ্টা হচ্ছে যে মানুষ আমাদের পাশে আছে। শাহীনবাগ হোক কিংবা পার্ক সার্কাস একই ঘটনা।’ গতকাল (শনিবার) কোলকাতায় বিজেপি’র এক কর্মীসভায় তিনি ওই মন্তব্য করেন।

দিল্লির শাহীনবাগের আদলে কোলকাতার পার্ক সার্কাস ও দেশের অন্যত্র মূলত মুসলিম নারীরা শান্তিপূর্ণভাবে ধর্না-অবস্থানে বসে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ওই কর্মসূচিকে কটাক্ষ করে বিতর্কিত মন্তব্য করেছেন।

এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ও শাসকদল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে চিন্তা করেন সেটা অনেক পরে অন্যরা বোঝেন। আর তাঁকে খাটো করবার জন্য এক দল গেরুয়াধারীরা রাস্তায় নেমেছেন। গেরুয়াধারী বলতে বিজেপি। অন্যদেরকে ছোট করে দেওয়া, অশ্লীল কুকথা বলা দিলীপ বাবুরাই শেখালেন। নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য বিজেপিরা এ ধরণের অতি কুকথা বলবার বই খুলছেন।’

পার্থ চট্টোপাধ্যায়

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বিরোধী নেতাদের কটাক্ষ করে বলেছেন, ‘আমি অবাক গেলাম। কিছু পার্টির রাষ্ট্রীয় নেতা বাংলায় এসেছিলেন ভাষণ দিতে। তাঁদের ভাষণ কেউ শোনে না। দিল্লি গেলে শাহীনবাগে ভাষণ দেবে আর কলকাতায় এলে পার্ক সার্কাসে। তা সে বৃন্দা কারাত হোন বা পি চিদম্বরম হোন। কয়েকজন অশিক্ষিত মহিলা বসে আছেন বাচ্চা কোলে নিয়ে। তাঁরাই একমাত্র শ্রোতা, দর্শক। বোরকা পরে কয়েকজন অশিক্ষিত মহিলা বোরকা পরে বাচ্চা কোলে বসে আছেন। তাঁরা ছাড়া আর কেউ নেই তাঁদের ভাষণ শোনার মতো।'

সিএএ-এনআরসি বিরোধী বিক্ষোভে নারীরা

এ প্রসঙ্গে সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, 'দিলীপ ঘোষ মার্কা যাঁরা আছে, তাঁরা চায় কুকথা বলে কাগজে, টিভিতে নাম তুলতে।'

অন্যদিকে, কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী বলেন, 'ওনার শুভবুদ্ধির উদয় হোক। দিনদিন এমন মন্তব্য করছেন যা ওনার দলের পক্ষেই অস্বস্তির কারণ হয়ে উঠছে।' এভাবে রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষের মন্তব্যের তীব্র সমালোচনা করা হয়েছে বিভিন্ন মহল থেকে।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬

 

ট্যাগ