‘সিএএ’র প্রতিবাদ : ক্ষতিপূরণ আদায়ে স্থগিতাদেশ দিল এলাহাবাদ হাইকোর্ট
(last modified Mon, 17 Feb 2020 13:41:51 GMT )
ফেব্রুয়ারি ১৭, ২০২০ ১৯:৪১ Asia/Dhaka
  • এলাহাবাদ হাইকোর্ট
    এলাহাবাদ হাইকোর্ট

ভারতের উত্তর প্রদেশে বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ  চলাকালীন ক্ষয়ক্ষতি পূরণের বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে। সম্প্রতি হাইকোর্ট ওই সিদ্ধান্ত নেওয়ায় উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব রাজ্যের মুখ্যমন্ত্রী ও বিজেপি’র ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথকে কটাক্ষ করেছেন।

আজ (সোমবার) অখিলেশ যাদব সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বার্তায় মুখ্যমন্ত্রী’র নাম না করে তাঁকে ‘বদলা বাবা’ বলে কটাক্ষ করে বলেন, ‘বদলা-বাবা এখন কী করবেন? এবার ওই সিদ্ধান্তের (বদলা) প্রতিশোধ কে নেবে? আপনি যদি প্রধান হন তবে আপনার আইন ও ন্যায়বিচারের অভিপ্রায়ও থাকা উচিত। এই পদ প্রতিহিংসার (বদলা) বিষাক্ত ভাষা বলার জন্য নয়।’

এলাহাবাদ হাইকোর্ট ক্ষয়ক্ষতি পূরণ করার জন্য জারি করা ক্ষতিপূরণের নোটিশ স্থগিত করেছে। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে সম্প্রতি কানপুরের এডিএম সিটি নোটিশ জারি করেন। কিন্তু হাইকোর্ট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই নোটিশ স্থগিত করেছেন। এটিকে 'হাইকোর্টের বড় সিদ্ধান্ত' বলে মনে করা হচ্ছে।

যোগী আদিত্যনাথ

কানপুরের মুহাম্মদ ফয়জান এলাহাবাদ হাইকোর্টে এক আবেদনে গত ৪ জানুয়ারি এডিএম সিটি’র নোটিশকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। আবেদনে অভিযোগ করা হয়, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতির বিষয়ে সুপ্রিম কোর্ট যে নির্দেশিকা তৈরি করেছে, তা যোগী আদিত্যনাথ সরকার অনুসরণ করেনি।

আবেদনকারী বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুসারে, সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি নিরূপণের অধিকার হাইকোর্টের বর্তমান বা অবসরপ্রাপ্ত বিচারকের আছে। সেজন্য ওই ইস্যুতে এডিএম সিটি’র নোটিশ জারি করার অধিকার নেই।

এলাহাবাদ হাইকোর্টে ওই আবেদনের শুনানিতে বিচারপতি পঙ্কজ নাকভী ও বিচারপতি এসএস সামশেরী’র সমন্বিত বেঞ্চ ক্ষয়ক্ষতি আদায়ের জন্য জারি করা নোটিশ স্থগিত করেছেন।

গত ডিসেম্বরে সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদ করার সময় উত্তরপ্রদেশে সহিংসতা হয়েছিল। এরপরে, রাজ্যের যোগী আদিত্যনাথ সরকার প্রতিবাদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করে এবং সরকারি সম্পত্তির ক্ষতির জন্য তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য পুনরুদ্ধার নোটিশ জারি করে। জরিমানা না দিলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়। সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে বদলা বা প্রতিশোধ নেওয়ার হুমকি দেন রাজ্যের খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এলাহাবাদ হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের ওই অভিপ্রায় ধাক্কা খেল বলে মনে করছেন বিশ্লেষকরা।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ