বিতর্কিত ‘সিএএ’ প্রত্যাহারের দাবিতে দিল্লিতে পিস পার্টি বিক্ষোভ
(last modified Tue, 18 Feb 2020 13:48:00 GMT )
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১৯:৪৮ Asia/Dhaka
  • সিএএ প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পিস পার্টির বিক্ষোভ
    সিএএ প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পিস পার্টির বিক্ষোভ

ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রত্যাহারের দাবিতে দিল্লির যন্তর মন্তরে পিস পার্টির নেতা-কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ (মঙ্গলবার) তারা কেন্দ্রীয় সরকারের উদ্দেশে ‘সিএএ’ আইন প্রত্যাহারের দাবি জানান। পিস পার্টির সভাপতি ডা. আইয়ুব বলেন, ‘সংবিধান বাঁচলে তবেই দেশ বাঁচবে। আমরা শেষমুহূর্ত পর্যন্ত সংবিধান ও নিজেদের অস্তিত্বের লড়াই করব। আমাদের দাবি, সরকার ‘সিএএ’ প্রত্যাহার করে নিক। কারণ এটি সংবিধানের ১৪ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। এবং সংবিধানের মূল কাঠামোর বিরোধী।’ 

তিনি বলেন, ‘সরকার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলুক যে ধর্মের ভিত্তিতে কাউকে নাগরিকত্ব দেওয়া হবে না বা কারও নাগরিকত্ব কেড়েও নেওয়া হবে না। জাতীয় জনসংখ্যা নিবন্ধন (এনপিআর) পুরানো প্রক্রিয়ায় হোক এবং এটিতে নতুন প্রশ্ন যুক্ত করা উচিত নয়। সিএএ’র প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন যারা প্রাণ হারিয়েছেন তাদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান করা হোক।’

আজ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন ক্ষুব্ধ জনতা ‘সিএএ’ ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগানে সোচ্চার হন। আজ প্রতিবাদী জনতা ‘ সংবিধান বাঁচাও- দেশ বাঁচাও’, ‘কালো আইন প্রত্যাহার করো’ ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করে। এসময় তারা সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।  

প্রতিবাদকারীরা বলেন, ‘আমরা লাঠি-ডাণ্ডা খাব কিন্তু কাগজ (নথিপত্র) দেখাব না।’ তারা কেন্দ্রীয় সরকারের আনা ‘সিএএ’কে ‘জনবিরোধী’ বলে অভিহিত করে একে কখনওই বরদাস্ত করবেন না এবং তারা এ ব্যাপারে কাউকে কোনও নথি দেখাবেন না বলে জানান।

পিস পার্টির পশ্চিম উত্তর প্রদেশের প্রধান বলেন, যুবকদের চাকরি ইত্যাদির ব্যবস্থা না করে মোদী সরকার সিএএ-এনআরসি'র মতো আইন এনে লোকদের হয়রানি করতে ব্যস্ত। দলটির উত্তর প্রদেশের দায়িত্বশীল বলেন, তারা আগামী দিনে মহকুমা পর্যায়েও সিএএ'র বিরোধিতা করবেন।# 

পার্সটুডে/এমএএইচ/এআর/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ