মেঘালয়ে সিএএ-আইএলপি নিয়ে বৈঠকে সংঘর্ষে নিহত ১, কারফিউ জারি
(last modified Sat, 29 Feb 2020 06:46:11 GMT )
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১২:৪৬ Asia/Dhaka
  • মেঘালয়ে সিএএ-আইএলপি নিয়ে বৈঠকে সংঘর্ষে নিহত ১, কারফিউ জারি

ভারতের মেঘালয়ের পূর্ব খাসি হিলস জেলায় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং ইনার লাইন পারমিট (আইএলপি) সম্পর্কিত একটি বৈঠকের সময় কেএসইউ সদস্য ও অ-আদিবাসীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ওই ঘটনার পরে কারফিউ জারিসহ ছয়টি জেলায় ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ (শনিবার) কর্মকর্তারা বলেন, ‘সিএএ’-বিরোধী ও আইএলপি’র সমর্থনে অনুষ্ঠিত বৈঠককালে খাসি ছাত্র ইউনিয়নের (কেএসইউ) সদস্য এবং অ-আদিবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। শুক্রবার জেলার ইছামতি এলাকায় ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সংঘর্ষের জেরে এক কেএসইউ সদস্য ও পুলিশ কর্মী গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এসময় এক কেএসইউ সদস্যের মৃত্যু হয়। 

কর্মকর্তারা বলেন, রাজ্যের ছয় জেলা পূর্ব জৈন্তিয়া হিলস, পশ্চিম জৈন্তিয়া হিলস, পূর্ব খাসি হিলস, রি ভোই, পশ্চিম খাসি হিলস এবং দক্ষিণ-পশ্চিম খাসি হিলসে শুক্রবার রাত থেকে ৪৮ ঘন্টার জন্য মোবাইল ইন্টারনেট পরিসেবা বন্ধ করে দেওয়া হয়েছে। একটি সরকারি আদেশে ২৮ ফেব্রুয়ারি রাত ১০ টা থেকে ২৯ ফেব্রুয়ারি সকাল ৮ টা পর্যন্ত শিলং ও আশেপাশের অঞ্চলে কারফিউ জারির কথা জানানো হয়।

গত ডিসেম্বরেও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে মেঘালয় উত্তপ্ত হয়ে উঠেছিল। প্রতিবাদী জনতা সেসময় মশাল মিছিল বের করা সহ বেশ কিছু যানবাহনে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। রাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজধানী শিলংয়ের কিছু অংশে অনির্দিষ্টকালের জন্যে কারফিউ জারি করতে হয়। এছাড়া গোলযোগপূর্ণ এলাকার মোবাইল ইন্টারনেট ও এসএমএস পরিসেবাও স্থগিত করে দিতে হয়েছিল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯ 

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ