রাজ্যসভায় শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
-
রাজ্যসভায় শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ
ভারতের সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ শেম-শেম ধ্বনির মধ্যে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শপথ নিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) তিনি বিরোধীদের তুমুল হৈচৈ ও শেম-শেম ধ্বনির মধ্যে শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ চলাকালীন প্রতিবাদ জানিয়ে কংগ্রেস ও অন্য বিরোধী দলের এমপি’রা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।
প্রধান বিরোধীদল কংগ্রেস ও অন্যদলের এমপি’রা তাঁকে এমপি হিসেবে রাজ্যসভায় মনোনীত করার ঘটনাকে বিচারবিভাগের স্বাধীনতায় আক্রমণ বলে অভিহিত করেছে।
আজ সংসদে বিরোধীরা হৈচৈ শুরু করলে রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু বলেন, ‘আপনারা সাংবিধানিক বিধিগুলো জানেন, উদাহরণগুলো জানেন, প্রেসিডেন্টের অধিকার সম্পর্কেও অবগত। সংসদে আপনাদের এমন কিছু করা উচিত নয়।যেকোনও ইস্যুতে সংসদের বাইরে নির্দ্বিধায় মতামত প্রকাশ করতে পারেন।
আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, বিরোধী সদস্যদের আচরণ সম্পূর্ণ অনুপযুক্ত। বিভিন্ন এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এই কক্ষের সদস্য হয়েছেন। এদের মধ্যে সাবেক বিচারপতিও ছিলেন যাদের মনোনীত করা হয়েছিল।
কংগ্রেসের মুখপাত্র জয়বীর শেরগিল আজ বলেন, ‘আজ দেশের বিচারবিভাগীয় স্বাধীনতার জন্য এক কালো দিন। যার প্রতিবাদে আমরা বিরোধীরা ওয়াকআউট করেছি। যেভাবে নির্লজ্জভাবে বিচারপতি রঞ্জন গগৈ ও বিজেপি এদেশের স্বাধীন বিচার ব্যবস্থার নিরপেক্ষতার ওপরে বুলডোজার চালিয়েছে তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করেছি।’
কংগ্রেস এমপি আনন্দ শর্মা আজ বিচারপতি রঞ্জন গগৈর সদস্য হওয়া প্রসঙ্গে বলেন, আমাদের আপত্তি আছে। উনি ছিলেন একজন বিতর্কিত প্রধান বিচারপতি। এটি বিচার বিভাগের স্বাধীনতাকে দুর্বল করে দেয়। একারণেই আমরা সংসদ থেকে ওয়াকআউট করেছি।
অনন্দ শর্মা আরও বলেন, বিচারপতি রঞ্জন গগৈ সম্প্রতি অবসর নিয়েছেন এবং তিনি বিতর্কিত রায় দিয়েছিলেন। উনি অনেক মামলার শুনানি বিলম্বিত করেছিলেন। এবার তার পুরষ্কার পেয়েছেন।
তৃণমূল কংগ্রেসের এমপি মহুয়া মৈত্র বলেছেন, ‘তিনি একটি প্রতিষ্ঠানকে কালিমালিপ্ত করেছেন। তিনি গোটা পৃথিবীর চোখে ভারতকে হেয় করেছেন। এটা লজ্জার যে, একজন ব্যক্তি প্রধান বিচারপতি থাকাকালীন, নিজের আত্মা বিক্রি করেছেন রাজ্যসভার আসনের জন্য।’
নবনির্বাচিত এমপি রঞ্জন গগৈ অবশ্য বিরোধীদের সম্পর্কে বলেছেন, ওঁরা খুব শীঘ্রই আমাকে স্বাগত জানাবেন।
গত (সোমবার) প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ বিচারপতি রঞ্জন গগৈকে রাজ্যসভার এমপি হিসেবে মনোনীত করেন। তিনি অবসর নেওয়ার আগে অযোধ্যার বাবরী মসজিদ-রাম জন্মভূমি মামলায় বিতর্কিত জমিতে রাম মন্দির গড়ার রায় দিয়েছিলেন। বিরোধীদের অভিযোগ, বিচারপতি থাকাকালীন সরকারকে সুবিধা পাইয়ে দিয়েছেন বিচারপতি গগৈ। আর এবার তারই পুরস্কার পাচ্ছেন।#
পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।