অসমে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, সিআরপিএফ সদর দফতরে পানি
(last modified Sat, 27 Jun 2020 06:05:25 GMT )
জুন ২৭, ২০২০ ১২:০৫ Asia/Dhaka

ভারতের অসমে বন্যায় আড়াই লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বন্যাজনিত কারণে রাজ্যটিতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। আজ (শনিবার) এনডিটিভি জানিয়েছে, অসমে বন্যার পানি ১৬ জেলায় প্রবেশ করেছে এবং এবং ২ লাখ ৫৩ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেল জানিয়েছে, সাম্প্রতিক বন্যায় ডিব্রুগড়ে আধাসামরিক বাহিনী সিআরপিএফের সদর দফতরে এমনকি শয়নকক্ষে পানি ঢোকায় জওয়ানরা সমস্যায় পড়েছেন।

অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় রাজ্যের ৭০৪ গ্রামের ২.৫৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিব্রুগড় ছাড়াও ধেমাজি, লক্ষ্মীপুর, বিশ্বনাথ, উদালগুড়ি, দারাং, বাকসা, নলবাড়ি, কোকরাঝাড়, বরপেটা, নগাঁও, গোলাঘাট, জোরহাট, মাজুলি, শিবাসাগর ও তিনসুকিয়া জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সিআরপিএফ সদর দফতরের শয়নকক্ষে পানি

অসম সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, রাজ্যে ১১ হাজার ৭৬৫.২৭ হেক্টর জমির ফসল পানিতে ডুবে রয়েছে। রাজ্যজুড়ে ১৪২টি ত্রাণ শিবিরে ১৮ হাজারেরও বেশি বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছেন। সরকারি কর্মকর্তারা জানান, এ বছর বন্যায় ১.৩৮ লাখ গবাদিপশুরও ক্ষতি হয়েছে।

অন্যদিকে, গতকাল (শুক্রবার) অসমে ভূমিধসে উষা বরা নামে এক নারীর মৃত্যু হয়েছে। অসমে প্রবল বর্ষণের ফলে শুক্রবার সকালে পাহাড়ের মাটি ধসে পড়ায় দু’জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শহরের হায়াত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই মারা যান পঞ্চাশোর্ধ্ব এক নারী।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ