ভারতে উদ্বেগ বাড়িয়ে করোনায় সামাজিক সংক্রমণের কথা জানাল আইএমএ
https://parstoday.ir/bn/news/india-i81565-ভারতে_উদ্বেগ_বাড়িয়ে_করোনায়_সামাজিক_সংক্রমণের_কথা_জানাল_আইএমএ
ভারতে প্রাণঘাতী করোনায় সামাজিক সংক্রমণের কথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আজ (রোববার) নবভারত টাইমস ওই তথ্য জানিয়েছে।   
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
জুলাই ১৯, ২০২০ ১২:০২ Asia/Dhaka
  • ভারতে উদ্বেগ বাড়িয়ে করোনায় সামাজিক সংক্রমণের কথা জানাল আইএমএ

ভারতে প্রাণঘাতী করোনায় সামাজিক সংক্রমণের কথা জানাল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। আজ (রোববার) নবভারত টাইমস ওই তথ্য জানিয়েছে।   

আইএমএ’র মতে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সামাজিক সংক্রমণে আক্রান্ত ব্যক্তি জানছেন না যে, তিনি কোথা থেকে ভাইরাস আক্রান্ত হয়েছেন। এরকম পরিস্থিতিতে ভাইরাসের উৎস খুঁজে পাওয়া দুষ্কর হয়ে পড়ে যা উদ্বেগকে বাড়িয়ে তোলে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এখন দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩.৪৯ শতাংশ। এপ্রিলের প্রথমদিকে যা ছিল ৩১.২৮ শতাংশ। দেশে সুস্থতার হার বাড়ছে। জুনের মাঝামাঝি সুস্থতার হার ৫২ শতাংশ হলেও এখন তা প্রায় ৬৩ শতাংশ। কিন্তু তা সত্ত্বেও দৈনিক দেশে ত্রিশ হাজারেরও বেশি লোক সংক্রমিত হওয়া ‘যথেষ্ট খারাপ সঙ্কেত’ বলে মন্তব্য করেছেন দেশে চিকিৎসকদের সবচেয়ে বড় চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (আইএমএ) চেয়ারপার্সন ভি কে মোঙ্গা।  তিনি বলেন, ‘সংক্রমণের পেছনে একাধিক কারণ থাকলেও, একটি বিষয় স্পষ্ট যে, গ্রামীণ এলাকাতেও করোনা সংক্রমণ ছড়াতে শুরু করেছে। এটাই প্রমাণ করে সামাজিক সংক্রমণের।’ ভি কে মোঙ্গার ওই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ কারণ, সামাজিক সংক্রমণের কথা স্বীকার করতে রাজি নয় কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার। 

এদিকে, পাবলিক হেল্‌থ ফাউন্ডেশন অব ইন্ডিয়া গতকাল (শনিবার) জানিয়েছে, কোভিড-মোকাবিলায় সরকার একইভাবে কাজ করে গেলে এবং মানুষ স্বাস্থ্যবিধি মানলে আর মাস দু’য়েকের মধ্যে শিখর ছোঁবে সংক্রমণ। এরপর থেকেই সংক্রমণ কমার কথা। সেই হিসেবে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি করোনা কমার সুখবর আসছে কি না তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

আজ (রোববার) সকাল ৯ টা ২৮ মিনিটে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আজ সকাল ৮ টা পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লাখ ৭৭ হাজার ৬১৮। গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৯০২ টি নয়া সংক্রমণ হয়েছে। একইসময়ে ৫৪৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৮১৬ জন প্রাণ হারিয়েছে। বর্তমানে ৩ লাখ ৭৩ হাজার ৩৭৯ জন সক্রিয় করোনা রোগী রয়েছে। এ পর্যন্ত ৬ লাখ ৭৭ হাজার ৪২৩ জন করোনা রোগী সুস্থ হয়েছে।   

অন্যদিকে, পশ্চিমবঙ্গে একনাগাড়ে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লব আগরওয়াল রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি লিখেছেন। পশ্চিমবঙ্গ, বিহার, অসম এবং ওড়িশাকেও কেন্দ্রীয় সরকার এমন চিঠি পাঠিয়েছে বলে খবর।

কেন্দ্রীয় যুগ্মসচিব চিঠিতে লিখেছেন, পশ্চিমবঙ্গে দৈনিক প্রায় ১ হাজার ৬০০ জন করে আক্রান্ত হচ্ছেন। গত তিন সপ্তাহে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্য বেড়েছে। এই পরিস্থিতিতে কন্টেইনমেন্ট জোনে নজরদারি ও পরীক্ষার উপর আরও জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার পেরিয়ে গেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।