করোনার নমুনা পরীক্ষায় বিশ্বে দ্বিতীয় স্থানে ভারত, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়াল
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ১ লাখ ৮৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অন্যদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬৪ লাখ ৭৩ হাজার ৫৪৪ জন।
সরকারি সূত্রে প্রকাশ, গতকাল (শুক্রবার) সকাল ৮ টা থেকে আজ (শনিবার) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৯ হাজার ৪৭৬ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ৬৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।
দেশে মোট আক্রান্তের মধ্যে ৫৪ লাখ ২৭ হাজার ৭০৬ জন করোনা সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। এরফলে বর্তমানে ৯ লাখ ৪৪ হাজার ৯৯৬ জন করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
করোনার নমুনা পরীক্ষায় ভারত বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই ভারতে সবচেয়ে বেশি করোনা পরীক্ষা করা হচ্ছে। ভারতে ২৪ ঘণ্টায় ১১ লাখ ৩২ হাজার ৬৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ৭ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ৪০৩ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, ‘আমরা দেখছি, সরকারের নির্দেশিকা সত্ত্বেও দেশবাসীর একটা বড় অংশ গাছাড়া মনোভাব নিয়ে চলছেন। মনে রাখবেন, করোনা রোধে মাস্কই আমাদের সবথেকে বড় ঢাল। কিন্তু, সংক্রমণ থেকে দূরে থাকতে সবাইকে দু’গজের দূরত্ব মেনে চলা, হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।’
অন্যদিকে, করোনা মোকাবিলা করতে গিয়ে সারাদেশে কমপক্ষে ৫০০ চিকিৎসক প্রাণ হারিয়েছেন বলে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।