কানাডার মন্দিরে খলিস্তানি হামলার পর বার্তা হাই কমিশনের
(last modified Mon, 04 Nov 2024 08:26:20 GMT )
নভেম্বর ০৪, ২০২৪ ১৪:২৬ Asia/Dhaka
  • কানাডার মন্দিরে খলিস্তানি হামলার পর বার্তা হাই কমিশনের

মন্দিরে হামলার জেরে ব্যাহত হয়েছে হাই কমিশনারের আয়োজিত ক্যাম্পের কাজও।

কানাডার হিন্দু মন্দিরে খলিস্তানিদের হামলার তীব্র নিন্দা করেছে সেদেশের ভারতীয় হাই কমিশন। রোববার টরেন্টোর কাছে ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে হামলা চালায় খলিস্তানিরা। এর প্রতিবাদে হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের খুব কাছেই একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। কিন্তু মন্দিরে হামলার জেরে ব্যাহত হয়েছে ক্যাম্পের কার্যকলাপও। গোটা বিষয়টিকে গভীর উদ্বেগজনক বলে মনে করছেন কানাডায় নিযুক্ত ভারতীয় প্রতিনিধিরা।

হরদীপ সিং নিজ্জর খুনের পর থেকেই ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। একাধিকবার ভারতীয় কূটনীতিকদের হুমকি দেওয়ারও অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে রবিবার টরন্টোর নিকটবর্তী ব্রাম্পটনের হিন্দু সভা মন্দিরে তাণ্ডব চালায় খলিস্তানিরা। মারধর করা হয় হিন্দু পুণ্যার্থীদের।

হামলার খবর প্রকাশ্যে আসতেই অটোয়ার ভারতীয় দূতাবাসের এক্স হ্যান্ডেলে তীব্র নিন্দা করে বার্তা দেওয়া হয়।

ভারতীয় হাইকমিশন এক্স বার্তায়- হিন্দু সভা মন্দিরে রোববারের হামলায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বলায় হয়েছে, ভারতীয় নাগরিকদের নিরাপত্তার কথা ভেবেও আমরা চিন্তিত। কনসুলেটের ক্যাম্পে এইভাবে হামলা হওয়াটা অত্যন্ত হতাশাজনক। ওই পোস্টেই ট্যাগ করা হয়েছে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রণালয়কে। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও মন্দিরে হামলা বা হাই কমিশনার ক্যাম্পের কাজ ব্যাহত হওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।#

পার্সটুডে/জিএআর/৪

ট্যাগ