মুসলিমরা তৃণমূলের ‘জায়গির’ নয়: আসাদউদ্দিন ওয়াইসি
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের উদ্দেশ্যে বলেছেন, মুসলিমরা তৃণমূলের ‘জায়গির’ নয়। তাঁকে (ওয়াইসি) কেউ টাকা দিয়ে কিনতে পারবে না বলেও মন্তব্য করেছেন ওয়াইসি। আজ (বুধবার) গণমাধ্যমে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।
গতকাল (মঙ্গলবার) জলপাইগুড়িতে ‘মিম’-এর নাম না করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, হায়দরাবাদের দলটি (মিম) বিজেপির ‘বি টিম’। সম্প্রতি বিহারে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনের উদাহরণও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, মুসলিম ভোটে ভাঙন ধরানোর জন্য টাকা খরচ করছে বিজেপি।
এর পাল্টা জবাব দিতে গিয়ে বুধবার ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘আসাদউদ্দিন ওয়াইসিকে টাকা দিয়ে কিনতে পারে এমন মানুষ এখনও জন্মগ্রহণ করেননি। ওঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) অভিযোগ ভিত্তিহীন এবং তিনি এখন অস্থির হয়ে উঠেছেন। উনি নিজের ঘর (দল) নিয়েই আশঙ্কায় রয়েছেন কারণ তাঁর দলের অনেকেই বিজেপিতে যোগ দিয়েছেন। উনি বিহারের সেইসব ভোটারদের অপমান করেছেন যাঁরা আমাদের ভোট দিয়েছেন।’
সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনে ভালো ফল করেছে ওয়াইসির ‘মিম’ দল। পশ্চিমবঙ্গ এবং বিহারের সীমান্তের কাছে সীমাঞ্চল এলাকায় ৫ টি আসন পেয়েছে ‘মিম’ দল। এ বার তারা পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে নজর দিতে চাচ্ছে। এর ফলে তৃণমূলের মুসলিম ভোটব্যাঙ্কে ‘মিম’ ভাগ বসাতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে এরইমধ্যে ওই ইস্যুতে ‘মিম’-এর সমালোচনা করা হয়েছে। মিমের রাজ্য নেতারা অবশ্য সমালোচনায় কান না দিয়ে সম্প্রতি ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে প্রাথমিক বৈঠক করে আসন্ন নির্বাচনে দলীয় কৌশল নিয়ে আলোচনা করেছেন।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান বাবুল আখতার/ ১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।