হিন্দু কখনই দেশবিরোধী হতে পারে না- আরএসএস : ওয়াইসি’র জিজ্ঞাসা- 'গডসে কী ছিল'?
ভারতে উগ্র হিন্দুত্ববাদী আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন- হিন্দু কখনই ভারতবিরোধী হতে পারে না। তাঁর ওই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি ভাগবতের উদ্দেশ্যে পাল্টা মন্তব্যে জিজ্ঞেস করেছেন- গান্ধীজির হত্যাকারী গডসের সম্পর্কে কী বলবেন?
গতকাল (শুক্রবার) দিল্লিতে একটি বই প্রকাশের অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘যদি কেউ হিন্দু হন তবে তিনি দেশপ্রেমিক হবেন। কারণ এটাই আমাদের ধর্মের মূল এবং হিন্দুদের প্রকৃতি। পরিস্থিতি যেমনই থাকুক, কোনও হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারেন না।’
মোহন ভাগবতের দাবি- ‘আপনি যদি হিন্দু হন, তাহলে আপনাকে দেশভক্ত হতেই হবে। কারণ, দেশপ্রেম হিন্দুদের চরিত্রের মূল বৈশিষ্ট্য। একজন হিন্দু কখনও দেশদ্রোহী হতে পারে না। হয়তো কখনও কখনও তাঁর মধ্যে দেশপ্রেমের ভাব জাগিয়ে তুলতে হয়। কিন্তু দেশবিরোধী কখনই হতে পারে না।’
এরপরেই শুক্রবার ‘মিম’ প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরএসএস প্রধান মোহন ভাগবতের উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘গান্ধীজির হত্যাকারী গডসের সম্পর্কে কী বলবেন? অসমের নেলির গণহত্যার জন্য যারা দায়ী তাদের সম্পর্কে কী বলবেন। ১৯৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা এবং ২০০২ সালের গুজরাট দাঙ্গা সম্পর্কে কী বলবেন?’
আসাদউদ্দিন ওয়াইসি আরও বলেন, ‘ধর্ম যাই হোক, বেশিরভাগ ভারতীয়কেই দেশপ্রেমিক হিসেবে মনে করা হয়। কিন্তু এটা শুধুমাত্র আরএসএস-এর মতাদর্শ যে একটিমাত্র ধর্মের মানুষের ক্ষেত্রেই দেশপ্রেমের প্রমাণপত্র দেওয়া হয় এবং অন্যদের সারাজীবন এটা প্রমাণ করতেই কেটে যায় যে তাঁদেরও এখানে বেঁচে থাকার এবং নিজেদের ভারতীয় বলার অধিকার আছে।’#
পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।