কৃষি আইন প্রত্যাহার ও আলোচনার দাবিতে ভারতের সংসদে হট্টগোল, অধিবেশন মুলতুবি
https://parstoday.ir/bn/news/india-i86764-কৃষি_আইন_প্রত্যাহার_ও_আলোচনার_দাবিতে_ভারতের_সংসদে_হট্টগোল_অধিবেশন_মুলতুবি
ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং ওই ইস্যুতে আলোচনার দাবিতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৯:১৯ Asia/Dhaka
  • কৃষি আইন প্রত্যাহার ও আলোচনার দাবিতে ভারতের সংসদে হট্টগোল, অধিবেশন মুলতুবি

ভারতে কেন্দ্রীয় কৃষি আইন প্রত্যাহার এবং ওই ইস্যুতে আলোচনার দাবিতে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিরোধী এমপিরা বিক্ষোভ প্রদর্শন করেছেন।

আজ (মঙ্গলবার) কেন্দ্রীয় কৃষি আইন নিয়ে সংসদে আলোচনার প্রস্তাব খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কইয়া নাইডু। তিনি এ ব্যাপারে আগামীকাল (বুধবার) আলোচনার কথা জানালে বিরোধীরা তাতে সন্তুষ্ট না হয়ে তীব্র হৈচৈ জুড়ে দেন। ওই ঘটনার জেরে দু’দফায় অধিবেশন সাময়িকভাবে মুলতুবি করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেন রাজ্যসভার চেয়ারম্যান। কিন্তু তাতে বিশেষ সাফল্য না আসায় ব্যাপক হট্টগোলের জেরে অবশেষে অধিবেশনের কাজ দিনভরের জন্য মুলতুবি করে দিতে বাধ্য হন রাজ্য সভার চেয়ারম্যান।  

আজ রাজ্যসভার ওয়েলে নেমে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে বেশ কিছু এমপি স্লোগান দেন। এরফলে ব্যাপক  হই হট্টগোল শুরু হয়ে যায়। ক্ষুব্ধ এমপিদের শান্ত করতে চেয়ারম্যান এম বেঙ্কইয়া  নাইডু বলেন, বুধবার এ নিয়ে আলোচনা হবে।

পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় বলেন, ‘বাদল অধিবেশনেও কৃষকদের সমস্যা নিয়ে কথা বলার সময় ছিল না রাজ্যসভার কাছে। কৃষকদের সঙ্গে সরকারের আলোচনা কোন পর্যায়ে, তাও জানি না আমরা।’

আন্দোলনকারী কৃষকদের হঠাতে সংশ্লিষ্ট এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার তীব্র সমালোচনা করেন সিপিএম এমপি ইলামরম করিম। তিনি বলেন, ‘টিকরি ও সিঙ্ঘু সীমান্তে পানি ও বিদ্যুৎ পরিসেবা পুনরায় চালু করতে নির্দেশ দেওয়া হোক সরকারকে।’ 

রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর এমপি মনোজ ঝা বলেন, ‘সংসদ জনপ্রতিনিধিদের জায়গা। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় যাঁরা ধর্না-অবস্থানে বসে আছেন, তাদেরই প্রতিনিধি আমরা। সেজন্য তাদের সমস্যা এড়িয়ে যেতে পারে না সংসদ।’#

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।