ভারতে জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
https://parstoday.ir/bn/news/india-i88818
ভারতে মিগ-২১ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। আজ (বুধবার) দেশটির বিমান বাহিনী বা আইএএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ১৭, ২০২১ ২০:১৭ Asia/Dhaka
  • ভারতের জঙ্গিবিমান (ফাইল ফটো)
    ভারতের জঙ্গিবিমান (ফাইল ফটো)

ভারতে মিগ-২১ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। আজ (বুধবার) দেশটির বিমান বাহিনী বা আইএএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, দেশের মধ্যাঞ্চলে প্রশিক্ষনের জন্য উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়লে পাইলটের মৃত্যু হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জঙ্গিবিমনটি মিগ-২১ বাইসন মডেলের। নিহত পাইলট বিমানবাহিনীর একজন গ্রুপ ক্যাপ্টেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘আইএএফ গভীর শোক প্রকাশ করছে এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়াচ্ছে।’

২০১১ সাল থেকে এ পর্যন্ত ভারতে ৮০টির বেশি জঙ্গিবিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে।

এর ফলে অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনার পেছনে মানবিক ভুল এবং যান্ত্রিক ত্রুটি দায়ী বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।