কেরালায় সতীর্থ হেড কনস্টেবলের গুলিতে বিএসএফ ইন্সপেক্টর নিহত
(last modified Fri, 13 May 2016 07:49:53 GMT )
মে ১৩, ২০১৬ ১৩:৪৯ Asia/Dhaka
  • কেরালায় সতীর্থ হেড কনস্টেবলের গুলিতে বিএসএফ ইন্সপেক্টর নিহত

ভারতের কেরালায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র এক ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করেছে সতীর্থ এক হেড কনস্টেবল। গতরাতে কালিকুট জেলার ভানদাকারায় এ ঘটনা ঘটেছে। নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সেখানে আধা সামরিক বাহিনী বিএসএফ-কে মোতায়েন করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম রাম গোপাল মিনা। ৪৫ বছর বয়সী ওই ইন্সপেক্টর রাজস্থানের অধিবাসী বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। হত্যাকাণ্ডটি কেন ঘটেছে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায় নি। কিন্তু কোনো কোনো সূত্র বলেছে, ছুটি চাওয়া নিয়ে হেড কনস্টেবলের সঙ্গে রাম গোপালের কথা কাটাকাটির জেরে গুলি চালানো হয়েছে।

হত্যাকাণ্ডের পর ঘাতক হেড কনস্টেবল উমেশ পাল যাদব রাইফেল নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।#

মূসা রেজা/১৩

ট্যাগ