শ্রোতাদের মতামত
প্রাথমিক বিদ্যালয়ে করোনার প্রভাব নিয়ে ভাবনা
সুপ্রিয় রেডিও তেহরান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।
গত দেড় বছর থেকে করোনা মহামারীর জন্য বিভিন্ন দেশে Lockdown থাকায় সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ওপর খুবই বিরূপ প্রভাব পড়েছে। সময়ের সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে শিথিল করা হলেও, সেই প্রথম থেকেই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বন্ধই রয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতায় যে ভীষণ একটি প্রভাব পড়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
এই দীর্ঘ সময় ধরে সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের পড়াশোনায় যে ব্যাঘাত সৃষ্টি হয়েছে তা খুবই ভাবার বিষয়। উচ্চবিদ্যালয় বা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের পড়াশোনা নিজের তাগিদে কিছুটা হলেও ধরে রাখতে পেরেছে বা পারবে। কিন্তু ছোট ছোট শিশুদের ক্ষেত্রে বিষয়টি একেবারেই আলাদা। এছাড়াও আমার মনে হয়, গ্রাম এবং শহরের শিক্ষার্থীদের মধ্যেও একটি বৈষম্য তৈরি হয়েছে। শহরের কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বেসরকারি বিদ্যালয়ে Online-এ পড়ানোর ব্যবস্থা থাকলেও, গ্রামে এই ব্যবস্থা নেই বলা চলে বা থাকলেও বিভিন্ন কারণে বা প্রযুক্তির অভাবে শিক্ষার্থীরা এই ব্যবস্থা সঠিক ভাবে গ্রহণ করতে পারছে না। এ অবস্থায় শিক্ষার্থীরা যাতে পিছিয়ে না পড়ে, সে জন্য পিতা-মাতা বা অভিভাবকদের কী কর্তব্য বা করণীয় রয়েছে? আশা রাখছি এই বিষয়ে একটু আলোচনা করবেন।
মোহাম্মদ রাসেল
কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।