উত্তর প্রদেশে সরকার গড়বে সমাজবাদী পার্টি : অখিলেশ যাদব
(last modified Wed, 16 Jun 2021 12:59:16 GMT )
জুন ১৬, ২০২১ ১৮:৫৯ Asia/Dhaka
  • সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব
    সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব

ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টি সাড়ে তিনশোর বেশি আসনে জয়ী হয়ে রাজ্যে সংখ্যাগরিষ্ঠের সরকার গড়বে বলে মন্তব্য করেছেন সমাজবাদী পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। আজ (বুধবার) এবিপিলাইভ ডটকম হিন্দি ওয়েবসাইটে তাঁর ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে।

উত্তর প্রদেশে গত বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে বিজেপি বিপুলভাবে জয়ী হয়ে বর্তমানে ক্ষমতায় রয়েছে। বিজেপির ফায়ারব্রান্ড নেতা যোগী আদিত্যনাথ রাজ্যে মুখ্যমন্ত্রীর দায়িত্বভার সামলাচ্ছেন। কিন্তু বিগত সাড়ে চার বছরে রাজ্যের পরিস্থিতির বিশেষ কোনও উন্নয়ন হয়নি বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।    

সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ‘বিজেপি সরকার সমাজে বৈষম্য এবং বিরোধীদের বিরুদ্ধে প্রতিশোধমূলক নীতির কারণে জনগণের চোখে তার বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এবং সুদিনের জন্য মানুষের আশা ভঙ্গ হয়েছে। ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনে বিজেপি’র বিদায় ও সমাজবাদী সরকার গঠনের কিছু দিন বাকি রয়েছে এবং ৩৫০-এর বেশি বিধায়কের শক্তি নিয়ে সমাজবাদী পার্টির সরকার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে।’   

অখিলেশ যাদব বলেন, ‘বিজেপি সরকারের আমলে মুদ্রাস্ফীতি পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে এবং ১২.৯৪ শতাংশের সর্বোচ্চস্তরের মুদ্রাস্ফীতির ফলে ঘরোয়া অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়েছে। পেট্রোল ও ডিজেলের দাম অভূতপূর্ব বৃদ্ধির কারণে  খাদ্য সামগ্রী, পরিবহণ সবই ব্যয়বহুল হয়ে উঠেছে। মান্ডি ব্যবস্থা ভেঙে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন এবং তারা ফসলের লাভজনক মূল্য পাচ্ছেন না এবং কৃষকের আয়ও দ্বিগুণ হয়নি।’

‘আসলে বিজেপি তার একটি প্রতিশ্রুতিও পূরণ করেনি। যুবকদের কর্মসংস্থান দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে, নিয়োগের বিজ্ঞাপন প্রচুর ছাপা হয়েছিল কিন্তু নিয়োগ কোথাও হয়নি’ বলেও সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ