ঈদ উপলক্ষে ভারত-পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময়
(last modified Wed, 21 Jul 2021 14:55:16 GMT )
জুলাই ২১, ২০২১ ২০:৫৫ Asia/Dhaka
  • ঈদ উপলক্ষে ভারত-পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময়

ভারতে ঈদ-উল-আজহাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় করা হয়েছে। আজ (বুধবার) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জারদের মধ্যে বিভিন্ন এলাকায় পরস্পরের মধ্যে মিষ্টি বিনিময় করা হয়।   

আজ হিন্দি ওয়েবসাইট ‘হিন্দুস্তান’ জানিয়েছে, ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর থেকে পাকিস্তানের পক্ষ থেকে একতরফাভাবে মিষ্টি আদান-প্রদান বন্ধ রাখা হয়েছিল। তারপর থেকে এই প্রথম উভয়ের মধ্যে মিষ্টি বিনিময় হল।  

বিএসএফের এক মুখপাত্র বলেন, ‘ঈদ উপলক্ষে ভারতের পাঞ্জাবের অমৃতসর জেলার আটারিতে যৌথ সীমান্ত চৌকিতে বিএসএফ ও পাকিস্তানি রেঞ্জারদের মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে, এই চৌকিটি পাকিস্তানের ওয়াঘা সীমান্তের সামনে পড়ে। একইভাবে, রাজস্থানে পাকিস্তান সীমান্তে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময় হয়েছে। তিনি বলেন, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পরে এই প্রথমবারের জন্য উভয় দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে মিষ্টির আদান-প্রদান হয়েছে।  

গণমাধ্যমে প্রকাশ,  বিএসএফ জয়সলমীর লাগোয়া তানোট, শাহগড়, কিশানগড় অঞ্চল ইত্যাদিতে আন্তর্জাতিক সীমান্তের অনেক সীমান্ত চৌকিতে পাকিস্তানি রেঞ্জার্সকে ঈদ উপলক্ষে মিষ্টি উপহার দিয়েছে। একইভাবে পাকিস্তানি  রেঞ্জাররাও বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে। বাড়মের সেক্টরের মুনাবাও সীমান্তে বিএসএফের মহাপরিচালকের পক্ষে পাকিস্তানের সিন্ধু রেঞ্জার্স এবং পাঞ্জাব রেঞ্জার্সের মহাপরিচালকের কাছে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। রাজস্থানসহ অন্য পশ্চিম সীমান্ত সংলগ্ন ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে পঞ্চাশেরও বেশি চৌকিতে বিএসএফ-এর ডিআইজি, কমান্ড্যান্ট এবং কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে সংশ্লিষ্ট এলাকার বিখ্যাত মিষ্টান্ন পাকিস্তানি রেঞ্জার্সের ডিডিজি, উইং কমান্ডার এবং কোম্পানি কমান্ডারকে উপহার দেওয়া হয়েছে।#

 পার্সটুডে/এমএএইচ/এআর/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ