জুলাই ২৬, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka
  • ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল সরকার ইহুদিবাদী ইসরাইলি পেগাসাস স্পাইওয়্যারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে তদন্ত কমিশন গঠন করেছে।

আজ (সোমবার) রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত ঘোষণা করেন।

এ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনারা দেখেছেন সারা ভারতবর্ষে পেগাসাসের নামে জুডিশিয়ারি থেকে শুরু করে, গণমাধ্যম থেকে শুরু করে, রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে, সুশীল সমাজ থেকে শুরু করে সবাইকে একটা নজরবন্দি করে রাখা হয়েছে। গত এক সপ্তাহ ধরে আমরা ভেবেছিলাম সংসদ চলাকালীন কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই তদন্ত করবে। এবং তদন্ত করানো হবে সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে দিয়ে, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যার প্রতি মানুষের আস্থা আছে। সেক্ষেত্রে মানুষ বিচার পাবে। কিন্তু আমরা যখন দেখলাম সংসদ চলাকালীনও এই সরকারের কোনও ভ্রূক্ষেপ নেই তখন আমি দিল্লি যাওয়ার আগে তদন্ত কমিশন গঠন করে দিয়েছি।’    

মমতা বলেন, ‘মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লোকুর ও হাই কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য এই তদন্ত কমিশনের দায়িত্বে  থাকবেন। এনকোয়্যারি অ্যাক্ট (১৯৫২)-এর আওতায় এই কমিশন গঠন করা হয়েছে।’ 

কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘দেশের অনেক রাজনৈতিক নেতা, সাংবাদিক, শিল্পপতির ফোনে আড়ি পাতা হয়েছে। আমরা সংসদের বাদল অধিবেশনে বিক্ষোভ প্রদর্শন করেছি। আমরাই প্রথম রাজ্য, যারা এই ঘটনায় কমিশন গঠন করল। আশাকরি বাকিরাও আমাদের দেখে এগিয়ে আসবে। কেউ না জাগলে তাকে জাগাতে হবে।’দুই সদস্যের ওই তদন্ত কমিশন অবিলম্বে কাজ  শুরু করবে বলে জানা গেছে।       

গণমাধ্যম ‘দ্য ওয়্যার’-এর রিপোর্টে প্রকাশ, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে দেশের কেন্দ্রীয় মন্ত্রী, বিরোধী দলীয় নেতা-নেত্রী, শিল্পপতি, ব্যবসায়ীসহ তিনশোর বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং এরমধ্যে কমপক্ষে ৪০ জন সাংবাদিকের ফোনে আড়ি পাতা হয়েছে। ওই ঘটনা প্রকাশ্যে আসতেই  রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।   

কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ফোনে আড়ি পাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনও সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছেন। যদিও বিরোধীরা মন্ত্রীর ওই জবাবে খুশি নন।#     

পার্সটুডে/এমএএইচ/ বাবুল আখতার /২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ