আগস্ট ১২, ২০২১ ১৯:০৮ Asia/Dhaka
  • সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় এমপি
    সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় এমপি

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী অধ্যাপক সৌগত রায় এমপি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার ‘পেগাসাস স্পাই ওয়্যার ইস্যুতে সংসদে আলোচনা করতে দেয়নি।

তিনি আজ (বৃহস্পতিবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন। ওই সংবাদ সম্মেলনে তৃণমূল নেতা ডেরেক ও’ ব্রায়েন এমপি, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও তৃণমূল নেতা যশোবন্ত সিনহাও উপস্থিত ছিলেন।   

অধ্যাপক সৌগত রায় এমপি বলেন, ‘দেশের নিরাপত্তা নিয়ে যে আলোচনা ছিল, পেগাসাস ও এনএসও ইস্যুতে, ফোনে আড়ি পাতার যে ব্যবস্থা, দেশের বড় বড় নেতাদের, জজদের, সাংবাদিকদের ফোনে আড়ি পাতা হয়েছে। কিন্তু এ নিয়ে ওরা আলোচনা করতে দেয়নি। যে কৃষি বিলের প্রতিবাদে কৃষকরা ৮ মাস ধরে আন্দোলন করছেন, চারশো লোক মারা গেছে তাদের হিসাব অনুযায়ী। সেই বিল নিয়ে কোনও আলোচনা হয়নি। শাসক দলের এই বিষয়ে কী জবাব আছে? ওঁরা বলেছে গতকাল, লোকসভায় ২০ তা বিল পাশ হয়েছে এবং রাজ্যসভায় ১৯ টা বিল পাশ হয়েছে। অর্থাৎ মোট ৩৯ টা বিল পাশ হয়েছে। কিন্তু বিলে কতক্ষণ আলোচনা হয়েছে? মাত্র ১০ মিনিট! এটা কী সংসদীয় গণতন্ত্র? সংসদে আলোচনা ছাড়াই আইন পাশ হয়ে যাবে? সংসদের সদস্যরা তাদের মত দিতে পারবেন না? সংশোধনী দিতে পারবেন না?’

গুরুত্বপূর্ণ বিল সংসদের স্ট্যান্ডিং কমিটিতে পাঠানো হচ্ছে না বলে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন অধ্যাপক সৌগত রায়। তিনি বলেন, বর্তমান লোকসভায় মাত্র ১১ শতাংশ বিল স্ট্যান্ডিং কমিটিতে গেছে। তিনি বিভিন্ন বিলকে কেন্দ্র করে বার বার অর্ডিন্যান্স আনার সমালোচনা করে বলেন, অর্ডিন্যান্স রাজ কাম্য নয়।      

তিনি বলেন, ‘আমরা বিরোধীরা ৬৩ শতাংশ মানুষের হয়ে কথা বলছি। কেন্দ্রীয় সরকার লোকসভায় মাত্র ৩৭ শতাংশ ভোট পেয়েছে। তারফলে গণতন্ত্রে বৃহৎ মতামতে আমাদের বিরোধীরাই প্রতিনিধিত্ব করে। এটা অনুধাবন করতে হবে’ বলেও মন্তব্য করেন অধ্যাপক সৌগত রায় এমপি।#

পার্সটুডে/এমএএইচ/মো.আবুসাঈদ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ