পেগাসাস নিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব কেন: প্রশ্ন তৃণমূলের
https://parstoday.ir/bn/news/india-i95590-পেগাসাস_নিয়ে_প্রধানমন্ত্রী_ও_স্বরাষ্ট্রমন্ত্রী_নীরব_কেন_প্রশ্ন_তৃণমূলের
ভারতে ইহুদিবাদী ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন কেন- এ প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (শুক্রবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় ও ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি যৌথভাবে ওই প্রশ্ন তোলেন।    
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
আগস্ট ০৬, ২০২১ ১৯:১৬ Asia/Dhaka
  • নরেন্দ্র মোদি ও অমিত শাহ
    নরেন্দ্র মোদি ও অমিত শাহ

ভারতে ইহুদিবাদী ইসরাইলের পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে ফোনে আড়ি পাতার বিষয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব রয়েছেন কেন- এ প্রশ্ন তুলেছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। আজ (শুক্রবার) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় ও ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি যৌথভাবে ওই প্রশ্ন তোলেন।    

ডা. কাকলি ঘোষ দস্তিদার এমপি বলেন, ‘সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে আজকে গণতন্ত্র বিপন্ন। কেন্দ্রীয় সরকার যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্পূর্ণভাবে ধূলিসাৎ করে যে পদক্ষেপ নিচ্ছেন সেগুলো আমাদের জন্য, ভারতবাসীর জন্য, আমাদের দেশের জন্য খুব বিপজ্জনক! পেগাসাস ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। ভারতবাসীর উপরে গোয়েন্দাগিরি হচ্ছে কী না, ইসরাইলি এনএসও সংস্থাকে দায়িত্ব কে দিল? বরাদ্দ কে দিল? ইসরাইল ও ফ্রান্স এটা নিয়ে ভাবনা চিন্তা করলেও ভারতে আমরা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে লোকসভা বা রাজ্যসভায় এটা নিয়ে কোনও আলোচনা করতে, উত্তর দিতে বা কোনোরকম অংশগ্রহণ করতে দেখিনি।’   

অন্যদিকে, তৃণমূল এমপি সুখেন্দু শেখর রায় বলেন, ফরাসি প্রেসিডেন্ট ওই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। ফরাসি তদন্ত সংস্থা ফ্রান্স সরকারকে যে প্রাথমিক রিপোর্ট দিয়েছে তাতে বলেছে এরমধ্যে যথেষ্ট উপাদান আছে সন্দেহের। সত্যি সত্যি পেগাসাসের পেগাসাসের মাধ্যমে নজরদারি চালানো হয়েছিল।’ 

কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে তিনি আরও বলেন, ‘মৌনতা হচ্ছে স্বীকৃতির লক্ষণ। কেন নরেন্দ্র মোদি, কেন অমিত শাহ বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখনও পর্যন্ত বললেন না যে ভারতবর্ষ এরকম কোনও সামরিক স্পাইওয়্যার কেনেনি পেগাসাস নামক। তাঁরা চুপ করে আছেন! সেজন্য মৌনতা হল সম্মতির লক্ষণ। অর্থাৎ ওনারা জানেন, ওনারা করেছেন এই পাপটা। সেই পাপ কাজটা ধরা পড়ে গেছে। সেজন্য ওঁরা এখন সমস্ত আলোচনা থেকে পালাতে চাচ্ছেন। এখন সুপ্রিম কোর্টের অজুহাত দেখিয়ে কোনও লাভ নেই। কারণ সারা ভারতবর্ষ জেনে গেছে যে এরা চৌর্যবৃত্তি করেছেন না চরবৃত্তি করেছেন।’

সুখেন্দু শেখর রায় সংসদে বিস্তারিত আলোচনা ছাড়াই বিভিন্ন বিল পাস করানো হচ্ছে বলেও কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন।#  

পার্সটুডে/এমএএইচ/এআর/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।