ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (‘মিম’) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন
ওয়াইসিকে জিকা ভাইরাসের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা রাধামোহোন সিং
ভারতের মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (‘মিম’) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপিকে জিকা ভাইরাসের সঙ্গে তুলনা করেছেন বিজেপি নেতা রাধামোহোন সিং। মতিহারীতে অনুষ্ঠিত বিজেপি’র সংখ্যালঘু মোর্চার সম্মেলনে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী রাধা মোহন সিং ওয়াইসির বিরুদ্ধে এ ধরণের বিতর্কিত মন্তব্য করেন। আজ (রোববার) হিন্দি গণমাধ্যম ‘জনসত্তা’ ওই তথ্য জানিয়েছে।
ওয়াইসি সম্প্রতি ভারতের বিহার রাজ্য সরকারের বিরুদ্ধে চোরা পথে জাতীয় নাগরিকপঞ্জি নিবন্ধন (এনআরসি) বাস্তবায়নের অভিযোগ করেছিলেন। সম্প্রতি পাটনা হাইকোর্ট বিহারে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে এবং একটি ডিটেনশন সেন্টার তৈরির নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশে বিহার সরকার রাজ্যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সরকারের ওই পদক্ষেপ গ্রহণের বিষয়ে সমালোচনা করেছিলেন।
এরপরে এবার বিজেপি’র জাতীয় সহ-সভাপতি ও পূর্ব চম্পারনের এমপি রাধামোহন সিং তাঁর সম্পর্কে বিতর্কিত মন্তব্য করলেন। তিনি বলেন, আসাদউদ্দিন ওয়াইসি জিকা ভাইরাসের আরেক রূপ। কিন্তু কেন্দ্রের মোদি সরকার প্রত্যেক প্রকার ভাইরাসের ভ্যাকসিন তৈরি করেছে। এখন যেকোনো ধরণের ভাইরাস মোকাবেলা করা যাবে। বিজেপি নেতা রাধামোহন সিং আরও বলেন, ‘ওয়াইসির মতো মানুষ আবার দেশ ভাগ করতে চায়। কিন্তু এখন দেশের দ্বিতীয় বিভাজন হতে পারে না।’
বিজেপিশাসিত উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ‘মিম’ প্রধান আসাদউদ্দিন ওয়াইসি সম্প্রতি রাজ্যের বিভিন্ন এলাকায় জনসভা করে ‘মিম’ সেখানে ১০০ আসনে নির্বাচনে লড়বে বলে ঘোষণা করেছেন। এরপরেই বিজেপি ওয়াইসিকে টার্গেট করা শুরু করেছে। তিনি বলেন, উত্তর প্রদেশে ১১০টি আসনে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ৩০/৩৯ শতাংশ। ৪৪ টি আসনে ৪০/৪৯ শতাংশ এবং ১১ টি আসনে ৫০/৬৫ শতাংশ। ‘মিম’ ওই আসনগুলোর দিকেই টার্গেট করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।#
পার্সটুডে/এমএএইচ/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।