বিজেপি’র সাফল্যে শীর্ষ নেতারা উল্লসিত হলেও কটাক্ষ করল শিবসেনা
(last modified Fri, 20 May 2016 08:12:20 GMT )
মে ২০, ২০১৬ ১৪:১২ Asia/Dhaka
  • শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে
    শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে

ভারতে ৫ রাজ্যে নির্বাচনি ফল নিয়ে বিজেপি উল্লসিত হলেও তাদের অন্যতম শরিক শিবসেনা তাতে আমল দিতে মোটেও রাজি নয়। তারা আঞ্চলিক দলের সাফল্যকে স্বীকৃতি দিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে। শিবসেনা’র মুখপত্র ‘সামনা’য় আজ (শুক্রবার) সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, আঞ্চলিক দলের প্রভাব বাড়ছে- এই সত্যকে বিজেপি’র স্বীকার করতে হবে। কেরলায় তারা নামমাত্র খাতা খুলেছে এটাই তাদের জন্য ‘আচ্ছে দিন’।

শিবসেনা বলছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দোপাধ্যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। মমতার রাজ্যে দুর্নীতি, সন্ত্রাসবাদ এবং দুর্বৃত্তপনা বৃদ্ধি পাওয়ার কথা বলে বিজেপি সভাপতি অমিত শাহ ‘মমতামুক্ত পশ্চিমবঙ্গ’ করার স্লোগান দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদ এবং বোমা তৈরি কারখানায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেছিলেন। এমনকি বাংলায় রবীন্দ্র সঙ্গীতের সুর শোনা যায় না বরং বোমার আওয়াজ শোনা যায় বলে মন্তব্য করেছিলেন। যদিও পশ্চিমবঙ্গের জনতা জয়ের রসগোল্লা মমতা দিদিকেই খাইয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি খাতা খুলেছে এজন্য তাদের সন্তুষ্ট থাকা ঠিক আছে। কিন্তু এজন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং গোটা বিজেপি সরকারের খ্যাতি নেয়ার কোনো প্রয়োজন ছিল না।’

 

কেরালায় পরিবর্তন সম্পর্কে শিবসেনা বলছে, ‘কেরালায় ক্ষমতার পরিবর্তন হয়েই থাকে। সেখানে কখনো কংগ্রেস, কখনো বাম দলের খেলা চলে। সেই ঐতিহ্য অনুযায়ী সেখান থেকে কংগ্রেস গেছে এবং বামেরা ক্ষমতায় এসেছে। এখানেও বিজেপি খুব জোর দিয়েছিল। যদিও তারা এখানে স্রেফ খাতা খুলেছে, এটাকেই তাদের ‘আচ্ছে দিন’ বলতে হচ্ছে।’

 

কেরালায় ১৪০ টি আসনের মধ্যে মাত্র ১ টি আসনে জয়ী হয়েছে বিজেপি। অন্যদিকে, বামপন্থী এলডিএফ পেয়েছে ৯১ টি, বিদায়ী ইউডিএফ ৪৭ এবং অন্যরা ১ টি আসনে জয়ী হয়েছে।

অন্যান্য রাজ্যের ফল প্রসঙ্গে শিবসেনা বলছে, অসমে বিজেপি কংগ্রেসকে পরাজিত করেছে। কিন্তু তামিলনাড়ু জয়ললিতার, পশ্চিমবঙ্গ মমতার, কেরালাতে বামদলকে পরাজিত করতে পারেনি বিজেপি। পুদুচেরিতে কংগ্রেস জয়ী হয়েছে। আঞ্চলিক দলকে বিজেপি শেষ করতে পারেনি এই সত্যকে স্বীকার করতে হবে।’

 

তামিলনাড়ুতে জয়ললিতার এআইএডিএমকে’ ১৩৪ টি আসন পেয়ে পুনরায় ক্ষমতায় ফিরেছে। পুদুচেরিতে কংগ্রেস এবং ডিএমকে জোট ১৭ টি আসন পেয়ে ক্ষমতায় এসেছে।

এসব রাজ্যে বিজেপি সফল না হওয়ায় এখানে যে ‘মোদি ম্যাজিক’ কাজ করেনি তা দুর্ভাগ্যজনক হলেও বলতে হচ্ছে বলে মন্তব্য করেছে শিবসেনা।

 

বিজেপি অবশ্য সামগ্রিকভাবে ৫ রাজ্যের ফলে উচ্ছ্বসিত হয়ে কংগ্রেস মুক্ত ভারত গড়ার লক্ষ্যে তারা দুই ধাপ এগিয়ে গেছে বলে মন্তব্য করেছে। এ নিয়ে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ এবং অন্যরা তাদের উন্নয়ন এবং সুশাসনের ফলশ্রুতি বলে ঢাক পেটানো শুরু করলেও বিজেপি’র শরিক দল শিবসেনা তাকে মোটেও আমল দিতে চায়নি। বরং ৪ রাজ্যে ‘মোদি ম্যাজিক’ কোনো কাজে আসেনি বলে কটাক্ষ করেছে তারা।#

 

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০