শিন্ডের ইস্তফা! বিজেপির পরিকল্পনা নিয়ে চলছে নানা জল্পনা
(last modified Tue, 26 Nov 2024 11:12:10 GMT )
নভেম্বর ২৬, ২০২৪ ১৭:১২ Asia/Dhaka
  • রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিচ্ছেন একনাথ শিন্ডে (সাদা পোশাক)। শিন্ডের বাঁ দিকে দেবেন্দ্র ফডণবীস এবং ডান দিকে অজিত পওয়ার।
    রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিচ্ছেন একনাথ শিন্ডে (সাদা পোশাক)। শিন্ডের বাঁ দিকে দেবেন্দ্র ফডণবীস এবং ডান দিকে অজিত পওয়ার।

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন একনাথ শিন্ডে। তবে নতুন মুখ্যমন্ত্রী শপথ না-নেওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন। পাকাপাকিভাবে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি তিনি ফিরে পাবেন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। তবে তাঁর দলের নেতা এবং কর্মী-সমর্থকেরা শিন্ডেকেই ফের মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন।

এই পরিস্থিতিতে বিজেপি কী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সংস্থা পিটিআই একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, বিজেপি পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়ার ক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নিয়ে এগোতে চাইছে। সে ক্ষেত্রে প্রথমে সম্ভাব্য মন্ত্রিসভা গঠন করা হবে। শরিক দলগুলোর মধ্যে দফতর বণ্টন করার পর পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে।

সোমবার সন্ধ্যায় হঠাৎ দিল্লি যান বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস। বিজেপির একটি সূত্র মারফত দাবি করা হয়, সরকার গঠনের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতেই মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছেন ফডণবীস। শোনা গিয়েছিল, অমিত শাহের সঙ্গেও দেখা করবেন তিনি। ফডণবীস নিজে অবশ্য দাবি করেন, লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিয়েতে যোগ দিতেই তিনি দিল্লি গিয়েছেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক হওয়ার কোনও পরিকল্পনা নেই বলেও দাবি করেন মহারাষ্ট্রের বিদায়ী মন্ত্রিসভার উপমুখ্যমন্ত্রী।

তবে তাতে জল্পনা থামছে না। সোমবারই ‘বিহার মডেলের’ প্রসঙ্গ টেনে শিন্ডেসেনার মুখপাত্র নরেশ মাশকে বলেন, ‘‘বিহারে যেমন বিজেপি আসনসংখ্যার দিকে না-তাকিয়ে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী করেছিল, তেমনই এখানেও শিন্ডের মুখ্যমন্ত্রী হওয়া উচিত।’’

শিন্ডেসেনার বিধায়ক এবং কর্মী-সমর্থকেরা শিন্ডেকে মুখ্যমন্ত্রী করার দাবি জানালেও মহারাষ্ট্রের বিদায়ী মুখ্যমন্ত্রী নিজে অবশ্য সকলকে সংযত থাকার বার্তা দিয়েছেন।#

পার্সটুডে/এমবিএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।