পশ্চিমবঙ্গে মমতার আমলে ‘আরএসএস’-এর শাখা বেড়েছে ৪ থেকে ৫ হাজার
(last modified Mon, 01 Nov 2021 13:31:41 GMT )
নভেম্বর ০১, ২০২১ ১৯:৩১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গে মমতার আমলে ‘আরএসএস’-এর শাখা বেড়েছে ৪ থেকে ৫ হাজার

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে টার্গেট করে বলেছেন, ‘দিদিভাই’ ক্ষমতায় আসার আগে পশ্চিমবঙ্গে ২০০/২৫০টা আরএসএসের শাখা ছিল। ‘দিদিভাই’ ক্ষমতায় আসার পরে আরএসএসের শাখা ৪ থেকে ৫ হাজার হয়েছে।

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী এমপি আজ (সোমবার) এ ভাবে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করেন।      

তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে বিরোধীদলগুলোকে ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হল। বিরোধীদলগুলোকে খতম করে দিল। রাস্তা খুলে দিল বিজেপি’র জন্যে। বাংলায় আজকে বিজেপি’র রমরমা তৈরি করার পিছনে সবথেকে বড় অবদান হল ‘দিদিভাই’য়ের।’  

তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি অবশ্য অধীর বাবুর অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন, দেশে ক্ষমতায় আছে বিজেপি। বিভিন্ন রাজ্যে সংগঠন বাড়াতেই পারে আরএসএস। এ নিয়ে রাজ্য সরকারের কিছু করণীয় নেই।  

সম্প্রতি গোয়া সফরের সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন,  রাজ্যে কংগ্রেস বিজেপি’র বিরুদ্ধে নয়, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে। সেজন্য কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট কীভাবে সম্ভব? মমতা বলেন, কংগ্রেসের জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি শক্তিশালী হয়েছে।      

এরআগে মমতার সমালোচনার পাল্টা জবাবে অধীর রঞ্জন চৌধুরী এমপি  বলেন, যে দল বরাবর তাঁর পাশে ছিল, সেই দলকেই আক্রমণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বিরোধী ঐক্যের কথা বলছেন। মমতার উত্তর দেওয়া উচিত, অতীতে বিজেপি’র সঙ্গে কেন তিনি জোট করেছিলেন, কেন এনডিএ সরকারের মন্ত্রী হয়েছিলেন?  এ ভাবেই কংগ্রেস ও তৃণমূল নেতাদের মধ্যে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে।#   

   

পার্সটুডে/এমএএইচ/বাবুল আখতার/১   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ