অসমে ফের উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, আতাউর রহমান মাজারভুঁইয়ার প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i99696-অসমে_ফের_উচ্ছেদ_অভিযানের_প্রস্তুতি_আতাউর_রহমান_মাজারভুঁইয়ার_প্রতিক্রিয়া
ভারতের বিজেপিশাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে ৮ ও ৯ নভেম্বর। হোজাই জেলার লামডিং রিজার্ভ বনাঞ্চলে আগামীকাল (সোমবার) সকাল থেকে ওই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে ১ হাজার ৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
নভেম্বর ০৭, ২০২১ ১৮:০০ Asia/Dhaka
  • অসমে ফের উচ্ছেদ অভিযানের প্রস্তুতি, আতাউর রহমান মাজারভুঁইয়ার প্রতিক্রিয়া

ভারতের বিজেপিশাসিত অসমে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে ৮ ও ৯ নভেম্বর। হোজাই জেলার লামডিং রিজার্ভ বনাঞ্চলে আগামীকাল (সোমবার) সকাল থেকে ওই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে ওই উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে বেদখলকারীদের কবল থেকে ১ হাজার ৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে।

গণমাধ্যমে প্রকাশ, অসমে এরআগে গত সেপ্টেম্বরে সিপাঝাড়ে উচ্ছেদ অভিযানে ১,২০০/১,৪০০ বাড়ি ভেঙে দেয় প্রশাসন। ধলপুর-১, ২ ও ৩ নম্বর পার্টে সব মিলিয়ে কমপক্ষে ৭ হাজার মানুষ গৃহহীন হয়। ২৩ সেপ্টেম্বরের উচ্ছেদ অভিযানে স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়ালে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৩ জনের মৃত্যু হয়। ওই  ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মীও সে সময়ে আহত হয়েছিলেন। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্যের বিজেপিশাসিত অসম সরকার। সেই ঘটনার জের না  মিটতেই এবার ফের উচ্ছেদ অভিযান শুরু করতে চলেছে সেখানকার প্রশাসন।

এ প্রসঙ্গে আজ (রোববার) অসমের সাবেক বিধায়ক, নাদওয়াতুত তামীর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র মাওলানা আতাউর রহমান মাজারভুঁইয়া রেডিও তেহরানকে বলেন, ‘যেখান থেকে উচ্ছেদ করা হচ্ছে সেই এলাকা  সরকারি বনাঞ্চল। আইনত সেখানে বসবাস করা যায় না। কিন্তু যেহেতু  ওই মানুষগুলো ৫০/৫৫ বছর ধরে বসবাস করছেন, কৃষি কাজ করছেন। ওরা পেটের তাগিদে ওই এলাকায় গেছে। অধিকাংশই ব্রহ্মপুত্র নদী ভাঙনের ফলে ভিটেমাটি হারিয়ে কোথাওজায়গা না পেয়ে সেখানে গেছে। সরকার এতদিন ধরে তাদের উচ্ছেদ করেনি। এমতাবস্থায় বর্তমানে তাদের উচ্ছেদের পিছনে অন্য কোনও গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে অনেকেই মনে করছেন।’ 

‘আমরা বারবার বলছি সরকারকে, মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের অন্ততপক্ষে পুনর্বাসনের ব্যবস্থা করে উচ্ছেদ করা হলে আমরা বাধা দেবো না। কিন্তু পুনর্বাসনের ব্যবস্থা না করে জোরকরে উচ্ছেদ করা একটা অমানবিক ব্যাপার’ বলেও মন্তব্য করেন সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজাভুঁইয়া। #

 

পার্সটুডে/এমএএইচ/‌এমবিএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।