‘ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা অন্যায়’
https://parstoday.ir/bn/news/iran-i100040-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_নিষেধাজ্ঞা_অন্যায়’
ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তেহরানের ওপর আমেরিকা যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অন্যায়। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো অবসানের আহ্বান জানিয়েছেন তিনি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৫, ২০২১ ১৯:০৮ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে চাভুসওগ্লু (বামে) ও আমির আবদুল্লাহিয়ান
    যৌথ সংবাদ সম্মেলনে চাভুসওগ্লু (বামে) ও আমির আবদুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে গিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তেহরানের ওপর আমেরিকা যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অন্যায়। পাশাপাশি পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে একতরফা যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেগুলো অবসানের আহ্বান জানিয়েছেন তিনি।

আজ (সোমবার) ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের সঙ্গে তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে যারা বের হয়ে গেছে তাদেরকে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় ফিরে আসার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান। এ কথার মধ্যদিয়ে তিনি মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন। একইসঙ্গে তেহরানের ওপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। 

তুরস্কের শীর্ষ কূটনীতিক আশা করেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে আগামী ২৯ অক্টোবর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় আলোচনা সফল হবে।#

পার্সটুডে/এসআইবি/১৫